রবিবার, অক্টোবর 13, 2024
হোমপূর্ব বর্ধমানবর্ধমানবর্ধমান পৌরসভার অ্যাকাউন্ট থেকে উধাও ১ কোটি ৪৩ লক্ষ টাকা, ব্যাপক চাঞ্চল্য...

বর্ধমান পৌরসভার অ্যাকাউন্ট থেকে উধাও ১ কোটি ৪৩ লক্ষ টাকা, ব্যাপক চাঞ্চল্য শহর বর্ধমানে

- Advertisement -

পাপাই সরকার, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, বর্ধমান: বর্ধমান পৌরসভার অ্যাকাউন্ট থেকে গায়েব কয়েক ধাপে ১ কোটি ৪৩ লক্ষ টাকা। পৌরসভার অফিসের পাশেই একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় ছিল পৌরসভার ব্যাংক অ্যাকাউন্ট। হঠাৎ করে এত বড় অঙ্কের টাকা নিখোঁজ হওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মঙ্গলবার, ইতিমধ্যে শুরু হয়েছে তদন্ত।

পৌরসভার পক্ষ থেকে জানানো হয়, “আমরা এই ঘটনার কথা জানতে পেরে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছি। এই ঘটনার জন্য আমাদের কোনো দায় নেই। ব্যাঙ্কের শাখা থেকেই এই ত্রুটি হয়েছে। সই ঠিকমতো না মেলানো সত্ত্বেও ব্যাঙ্ক টাকা দিয়েছে, এর সম্পূর্ণ দায় ব্যাঙ্কের”।

- Advertisement -

পৌরসভা দ্রুত এই ঘটনার থেকে নিজেদের দায়িত্বমুক্ত করার চেষ্টা করছে এবং ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ এনেছে যে তারা সঠিকভাবে প্রক্রিয়া অনুসরণ করেনি। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করছে এবং ব্যাঙ্কিং ব্যবস্থার ব্যর্থতার ওপর নজর দেওয়া হচ্ছে। এত বড় আর্থিক ক্ষতি জনসাধারণের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে, ব্যাঙ্কগুলির দায়বদ্ধতা ও কঠোর যাচাই প্রক্রিয়ার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা শুরু হয়েছে ইতিমধ্যেই। তবে পৌরসভার একাউন্ট হ্যাক হয়েছে বলেই মত পৌরসভার অধিকারীদের।

- Advertisement -
Sk Sahiluddin
Sk Sahiluddinhttps://www.postbardhaman.com
Sk Sahiluddin একজন অভিজ্ঞ সাংবাদিক যিনি বৈশ্বিক দর্শকদের কাছে সঠিক ও প্রভাবশালী সংবাদ উপস্থাপনের জন্য নিবেদিত। পোষ্ট বর্ধমানের সম্পাদক হিসেবে, তিনি সম্পাদকীয় দিকনির্দেশনা গঠনে এবং সর্বোচ্চ সাংবাদিকতার মান বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
আরও পড়ুন
- Advertisment -

জনপ্রিয় খবর