পাপাই সরকার, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার ভাতারের কাপশোড় গ্রামের একটি মাটির বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। তবে দিনের বেলায় এই মাটির বাড়িটি ভাঙার জন্য অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন ১০ জন। তবে বাড়ি ভাঙার সময় বাড়ির মধ্যে দুইজন ছিলেন। তারা দ্রুত ঘর থেকে বেরিয়ে আসায় তাদের কোন ক্ষতি হয়নি বলে জানা গেছে।
মঙ্গলবার সকালে ঘটে যাওয়া এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন পরিবারের লোকজন। বাড়ির মালিক মহিবুল হক জানান, “আমি আর আমার বাচ্চা বাড়ির মধ্যে ছিলাম। প্রথমে ভূমিকম্পর মত বাড়িটি কাঁপছিল, এরপর আমরা ভয় খেয়ে যাই। তড়িঘড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়লে দেখি হুড়মুড়িয়ে বাড়ির একাংশ ভেঙে পড়েছে। বাড়ির মধ্যে সমস্ত মালপত্র চাপা পড়ে যায়। কোন মালপত্র বার করা যায়নি। প্রায় এক লক্ষ টাকার মাল ছিল দুটো রুমে”।