শনিবার, অক্টোবর 12, 2024
হোমপশ্চিম বর্ধমানআসানসোলমহিশীলা কলোনিতে ৭ দিনব্যাপী শ্রী শ্রী শীতলা পূজা ও ২৪ প্রহর অখন্ড...

মহিশীলা কলোনিতে ৭ দিনব্যাপী শ্রী শ্রী শীতলা পূজা ও ২৪ প্রহর অখন্ড হরিনাম সংকীর্তন অনুষ্ঠান

- Advertisement -

নিজস্ব প্রতিনিধি, রবিবার, ২৬ মে ২০২৪, আসানসোল: আসানসোল শিল্পাঞ্চলে প্রতিবছর গ্রীষ্মের জৈষ্ঠ মাসে বিভিন্ন জায়গায় হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়। এর মধ্যে অন্যতম আসানসোলের মহিশীলা কলোনির ৭ দিনব্যাপী শ্রী শ্রী শীতলা পূজা ও ২৪ প্রহর অখন্ড হরিনাম সংকীর্তন অনুষ্ঠান। এই সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করে ১ নং মহিশীলা কলোনি দক্ষিণপাড়া কীর্তন কমিটি। এবার এই অনুষ্ঠানের ৫৬ তম বছর।

কীর্তন কমিটির পক্ষ থেকে রাম চন্দ, লক্ষণ চন্দ, তরুণ তরফদার প্রমুখ সদস্যরা জানান, এবারে তাদের ৫৬ তম বর্ষ উদযাপিত হচ্ছে। প্রধানত এখানে মা শীতলা দেবীর পূজা করা হয়। মহিলারা পূজার কুলো নিয়ে বিভিন্ন বাড়িতে যান এবং পুরো এলাকা প্রদক্ষিণ করেন। সন্ধ্যায় পূজা করা হয়, যা ৭ দিনব্যাপী চলে। শনিবার, ২৫ মে শ্রী শ্রী শীতলা দেবীর পূজা করা হবে। এরপর ২৬, ২৭, এবং ২৮ মে নিত্য গোপাল (মেমারি), গীতাঞ্জলি, এবং লক্ষী নারায়ন যুগল মিলন সম্প্রদায়ের পক্ষ থেকে কীর্তন পরিবেশিত হবে। বুধবার, ২৯ মে লীলা কীর্তন হবে। বৃহস্পতিবার রাজু গোষ্ঠ গোপাল দাস লোকগীতি ও বাউল গান পরিবেশন করবেন। সবশেষে, শুক্রবার, ৩১ মে “মহোৎসব” পালিত হবে।

- Advertisement -

প্রতি বছরের মতো এ বছরেও প্রচুর মানুষের সমাগম হবে বলে আশা করছেন তারা। প্রায় প্রতিদিনই হাজার হাজার মানুষের সমাগম হয় তাদের এই অনুষ্ঠানে। গত বছর তাদের বাজেট ছিল প্রায় ৩ লক্ষ টাকা, আর এই বছর সেটি ৪ লক্ষ টাকা ছুঁতে পারে। প্রচুর ভক্ত সমাগম হয় এই অনুষ্ঠানে, যা তাদের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।

এবারের অনুষ্ঠানের কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন এলাকার কাউন্সিলর এবং আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র পারিষদ মানস দাস। কমিটির সভাপতি হলেন তাপস তরফদার, সম্পাদক রবীন্দ্রনাথ দাস, এবং কার্যকরী সম্পাদক রাম চন্দ। প্রধান পুরোহিত হিসেবে থাকবেন কাজল চক্রবর্তী এবং মন্দির সঞ্চালনার দায়িত্বে রয়েছেন অনিতা রায়। এছাড়াও, দক্ষিণপাড়ার সকল মহিলা এবং অধিবাসীবৃন্দ এই অনুষ্ঠানে সক্রিয় ভূমিকা পালন করবেন। মহিশীলা কলোনিতে ৭ দিনব্যাপী শ্রী শ্রী শীতলা পূজা এবং ২৪ প্রহর অখন্ড হরিনাম সংকীর্তন উপলক্ষে এলাকার মানুষ অত্যন্ত উৎসাহিত। তারা উৎসবের মেজাজে রয়েছেন এবং প্রতিদিনের অনুষ্ঠান উপভোগ করছেন।

- Advertisement -
Sk Sahiluddin
Sk Sahiluddinhttps://www.postbardhaman.com
Sk Sahiluddin একজন অভিজ্ঞ সাংবাদিক যিনি বৈশ্বিক দর্শকদের কাছে সঠিক ও প্রভাবশালী সংবাদ উপস্থাপনের জন্য নিবেদিত। পোষ্ট বর্ধমানের সম্পাদক হিসেবে, তিনি সম্পাদকীয় দিকনির্দেশনা গঠনে এবং সর্বোচ্চ সাংবাদিকতার মান বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
আরও পড়ুন
- Advertisment -

জনপ্রিয় খবর