শনিবার, অক্টোবর 12, 2024
হোমপশ্চিম বর্ধমানআসানসোলআসানসোলে কয়লা বোঝাই গাড়ির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

আসানসোলে কয়লা বোঝাই গাড়ির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

আসানসোলে বেপরোয়া ট্রাকের ধাক্কায় স্থানীয় যুবকের মৃত্যু। এলাকাবাসীর ক্ষতিপূরণের দাবি, বেআইনি কয়লার পাচারের অভিযোগ। পুলিশ প্রশাসনের দ্রুত পদক্ষেপের আহ্বান।

- Advertisement -

নিজস্ব প্রতিনিধি, মঙ্গলবার, ১৩ আগস্ট ২০২৪, আসানসোল: আসানসোল উত্তর থানার অন্তর্গত কাল্লা মোড়ের কাছে একটি কয়লা বোঝাই ট্রাকের ধাক্কায় এক স্থানীয় যুবকের মৃত্যু হয়েছে। জানা গেছে, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের ওই ট্রাকের ধাক্কায় যুবকটি প্রাণ হারান।

ঘটনাটির পর, ক্ষুব্ধ এলাকাবাসী ক্ষতিপূরণের দাবিতে ট্রাকটি ঘেরাও করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ এবং ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উৎপল সিনহা। তিনি জানান, মৃত যুবকের পরিবারে আর কেউ নেই—মা, বাবা ও স্ত্রী আগেই মারা গেছেন। তাঁর একমাত্র সন্তান, যাকে তিনি দেখাশোনা করতেন, এখন একা রইল।

- Advertisement -

আমরা পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ জানাই, এই শিশুদের ভবিষ্যতের কথা বিবেচনা করে তাদের জীবিকা নির্বাহের জন্য কিছু পদক্ষেপ নেওয়া উচিত। আসানসোলের স্থানীয় বাসিন্দাদের মতে, ট্রাকটি কয়লা বোঝাই করে বারাবনি থেকে কলকাতার দিকে যাচ্ছিল। বেপরোয়া গাড়ি চালানোর ফলে একজনের প্রাণহানি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, যদিও কয়লা বেআইনি ছিল, পুলিশ পুরো ঘটনাটি তদন্ত করছে। বারাবনিতে বেআইনি কয়লার পাচার চলছেই, যার ফলে সাধারণ মানুষ এ ধরনের দুর্ঘটনার শিকার হচ্ছেন।

- Advertisement -
Sk Sahiluddin
Sk Sahiluddinhttps://www.postbardhaman.com
Sk Sahiluddin একজন অভিজ্ঞ সাংবাদিক যিনি বৈশ্বিক দর্শকদের কাছে সঠিক ও প্রভাবশালী সংবাদ উপস্থাপনের জন্য নিবেদিত। পোষ্ট বর্ধমানের সম্পাদক হিসেবে, তিনি সম্পাদকীয় দিকনির্দেশনা গঠনে এবং সর্বোচ্চ সাংবাদিকতার মান বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
আরও পড়ুন
- Advertisment -

জনপ্রিয় খবর