রবিবার, অক্টোবর 13, 2024
হোমপশ্চিম বর্ধমানদুর্গাপুরদুর্গাপুরে প্রকাশ্যে পোস্ট অফিসের কর্মীর অপহরণ, চাঞ্চল্য

দুর্গাপুরে প্রকাশ্যে পোস্ট অফিসের কর্মীর অপহরণ, চাঞ্চল্য

দুর্গাপুরে ফের অপহরণ? সিটি সেন্টারের পোস্ট অফিস কর্মী রাজস্থানের মাখনলাল মীনাকে ইনোভা গাড়িতে বলপূর্বক তুলে নিয়ে যাওয়ার অভিযোগ, এলাকায় আতঙ্ক।

- Advertisement -

নিজস্ব প্রতিনিধি, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪, দুর্গাপুর: মাত্র দুদিন আগে দুর্গাপুর স্টিল টাউনশিপের বি-জোন তিলোক রোড বস্তি থেকে একটি দু’বছরের শিশুকে সন্ধ্যায় বাইকে করে অপহরণ করা হয়। এখনও পর্যন্ত সেই ঘটনার কিনারা হয়নি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই, মঙ্গলবার সকাল দশটা নাগাদ দুর্গাপুরের নবওয়ারিয়া গ্রামে একটি ইনোভা গাড়িতে বলপূর্বক রাজস্থানের এক যুবককে অপহরণের অভিযোগ উঠেছে। পরপর অপহরণের ঘটনায় শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। আদৌ কি ওই যুবক অপহৃত হয়েছে?

দুর্গাপুরের কোকওভেন থানা এলাকার নবওয়ারিয়া গ্রামে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে ভাড়া বাড়িতে থাকেন রাজস্থানের মাখনলাল মিনা। তিনি দুর্গাপুর সিটি সেন্টারের পোস্ট অফিসে কর্মরত। বদলির পর তিনি এখানে কাজ শুরু করেন। প্রতিদিনের মতো, মঙ্গলবার সকাল ১০টা নাগাদ, মাখনলাল মিনা নবওয়ারিয়ার বাড়ি থেকে মোটর বাইক নিয়ে সিটি সেন্টার পোস্ট অফিসে যাচ্ছিলেন। অভিযোগ, ১৯ নম্বর জাতীয় সড়কে নবওয়ারিয়া গ্রামের মুখে একটি ইনোভা গাড়ি তার মোটর বাইকের পিছনে ধাক্কা মারে। মাখনলাল মিনা বাইক থেকে পড়ে গেলে ৩-৪ জন তাকে বলপূর্বক ইনোভা গাড়িতে তুলে ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে চলে যায়। এই ঘটনায় নিমেষে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দুর্গাপুরের নবওয়ারিয়া ও সিটি সেন্টার এলাকায়। একজন প্রত্যক্ষদর্শী এই খবর সিটি সেন্টারের ট্রাফিক গার্ড অফিসে জানালে, সেখান থেকে সিভিক ভলেন্টিয়াররা ঘটনাস্থলে আসে।

- Advertisement -

বিদ্যুৎগতিতে খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষ ঘটনাস্থলে জমায়েত করে। কোকওভেন থানার পুলিশ দ্রুত সেখানে আসে। কিন্তু মাখনলাল মীনাকে কেন এভাবে অপহরণ করা হলো, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। মাখনলালের বাড়ির মালিক হরেন চন্দ্র ধাড়া জানান, “মাখনলাল মিনা স্ত্রী-পুত্র নিয়ে আমার বাড়িতেই ভাড়া থাকতেন। তিনি রাজস্থানের বাসিন্দা। বদলি হয়ে সিটি সেন্টার পোস্ট অফিসে কাজ করতে এসেছিলেন। ইনোভা গাড়িতে তাকে বলপূর্বক বসিয়ে অপহরণ করা হয়। এই খবরে আমরা আতঙ্কিত। এর আগে এই এলাকায় এমন ঘটনা ঘটেনি। আমরা পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি দ্রুত তদন্ত করে মাখনলাল মীনাকে উদ্ধার এবং দোষীদের শাস্তি দেওয়া হোক।”

দুদিন আগেই দুর্গাপুরের বি-জোন চিত্রলায় বস্তি থেকে একটি দু বছরের শিশুকে অপহরণের ঘটনা ঘটেছিল। এরপর আবার এই অপহরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরে।

- Advertisement -
Sk Tushar
Sk Tusharhttps://www.postbardhaman.com
একজন প্রতিভাবান লেখক, যিনি পূর্ব ও পশ্চিম বর্ধমানের জন্য লেখালেখি করেন। তিনি স্থানীয় ও আন্তর্জাতিক বিষয়বস্তু নিয়ে কাজ করেন এবং পাঠকদের কাছে সঠিক ও গভীর বিশ্লেষণ সহকারে সংবাদ পরিবেশন করেন। Sk Tushar তার লেখায় তথ্যের সঠিকতা এবং প্রভাবশালী উপস্থাপনার ওপর গুরুত্ব দেন।
আরও পড়ুন
- Advertisment -

জনপ্রিয় খবর