সোমবার, অক্টোবর 14, 2024
হোমপশ্চিম বর্ধমানআসানসোলআসানসোলে গণনা নিয়ে সর্বদলীয় বৈঠক, কমিশনের নতুন কাউন্টিং এজেন্ট নির্দেশিকা

আসানসোলে গণনা নিয়ে সর্বদলীয় বৈঠক, কমিশনের নতুন কাউন্টিং এজেন্ট নির্দেশিকা

গণনা কেন্দ্রের নতুন নির্দেশিকা: সরকারি কর্মী ও শিক্ষকরা এজেন্ট হতে পারবেন না, অনুমতি ছাড়া প্রবেশ নিষিদ্ধ, গণনা শেষ হবে দুপুর ২-২:৩০ এর মধ্যে।

- Advertisement -

নিজস্ব প্রতিনিধি, শুক্রবার, ৩১ মে ২০২৪, আসানসোল: আসানসোল লোকসভা কেন্দ্রের গণনা নিয়ে শুক্রবার আসানসোলে পশ্চিম বর্ধমান জেলাশাসকের কার্যালয়ে আড্ডার কনফারেন্স হলে একটি সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক ও আসানসোল লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার এস পোন্নাবলম। এছাড়াও ছিলেন অতিরিক্ত জেলাশাসক সঞ্জয় পাল, আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য, আসানসোলের সাতটি বিধানসভা কেন্দ্রের এআরও, প্রশাসন ও পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা। বৈঠকে আসানসোল লোকসভা কেন্দ্রে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের ইলেকশন এজেন্ট ও তাদের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

এদিনের বৈঠকে জেলাশাসক প্রার্থীদের ইলেকশন এজেন্ট ও তাদের প্রতিনিধিদের স্পষ্টভাবে জানান গণনার দিন নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে কী করা যাবে বা কী করা যাবে না। গণনা সংক্রান্ত নির্বাচন কমিশনের সব নির্দেশ এদিন জানিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবারই নির্বাচন কমিশনের তরফে নতুন করে গণনার সময় রাজনৈতিক দলের প্রার্থীদের কাউন্টিং এজেন্ট কারা হতে পারবেন না, তা নিয়ে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। এদিনের বৈঠকে এই বিষয়ে জেলাশাসক রাজনৈতিক দলের প্রতিনিধিদের অবহিত করেন।

- Advertisement -

জেলাশাসক বৈঠকে জানান, কমিশনের নতুন নির্দেশিকায় বলা হয়েছে, কোনো সরকারি ও সরকারপোষিত (গভর্মেন্ট এডেড বা স্পনসর্ড) স্কুলের শিক্ষক ও শিক্ষিকারা কাউন্টিং এজেন্ট হতে পারবেন না। একইভাবে সরকারি কর্মীরাও কাউন্টিং এজেন্ট হতে পারবেন না। জেলাশাসক সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের সতর্ক করে বলেন, এই নির্দেশ অমান্য করা হলে কড়া শাস্তির বিধান করা হয়েছে কমিশনের নির্দেশে।

জেলাশাসক আরও বলেন, এজেন্টদের গণনার দিন ভোর সাড়ে পাঁচটার আগে গণনা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। কারণ সাড়ে পাঁচটায় স্ট্রংরুম থেকে গণনা টেবিলে পোস্টাল ব্যালট পেপার নিয়ে যাওয়া হবে, এরপর শুরু হবে গণনা। পোস্টাল ব্যালট গণনা শেষ হলে, সকাল আটটায় ইভিএমের গণনা শুরু হবে। সবক্ষেত্রেই অতিরিক্ত ১০ মিনিট সময় ছাড় দেওয়া হতে পারে, তার বেশি নয়। মোট ১২ থেকে ১৪ রাউন্ড গণনা হবে এবং সবকিছু ঠিক থাকলে দুপুর দুটো থেকে আড়াইটার মধ্যে গণনা শেষ হয়ে যাবে। এদিনের বৈঠকে বলা হয়েছে, বৈধ অনুমতি ছাড়া কেউ বা কোনো গাড়ি গণনা কেন্দ্রের ভেতরে ঢুকতে পারবে না।

- Advertisement -
Sk Tushar
Sk Tusharhttps://www.postbardhaman.com
একজন প্রতিভাবান লেখক, যিনি পূর্ব ও পশ্চিম বর্ধমানের জন্য লেখালেখি করেন। তিনি স্থানীয় ও আন্তর্জাতিক বিষয়বস্তু নিয়ে কাজ করেন এবং পাঠকদের কাছে সঠিক ও গভীর বিশ্লেষণ সহকারে সংবাদ পরিবেশন করেন। Sk Tushar তার লেখায় তথ্যের সঠিকতা এবং প্রভাবশালী উপস্থাপনার ওপর গুরুত্ব দেন।
আরও পড়ুন
- Advertisment -

জনপ্রিয় খবর