পাপাই সরকার, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, পূর্ব বর্ধমান: এক মহিলার শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার পুলিশ। ধৃতকে মঙ্গলবার কালনা আদালতে তোলে পুলিশ। ধৃতের নাম সুদীপ ঘোষ, বাঘাসন গ্রামের বাসিন্দা।
থানা সূত্রে জানা গিয়েছে, গতকাল সন্ধ্যা নাগাদ ওই মহিলা পাড়ার রাস্তা ধরে যাওয়ার সময় সুদীপ তার হাত ধরে টানাটানি করে এবং অশালীন আচরণ করে। ঘটনার পর মিঠু সাঁতরা নামে ওই মহিলা মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ জানান। পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে গতকালই সুদীপকে বাঘাসন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে আজ কালনা আদালতে পাঠিয়েছে মন্তেশ্বর থানার পুলিশ।