সোমবার, অক্টোবর 14, 2024
হোমপশ্চিমবঙ্গপূর্ব বর্ধমাননিম্নচাপের ফলে প্রবল বর্ষণ, কতটা ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা?

নিম্নচাপের ফলে প্রবল বর্ষণ, কতটা ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা?

- Advertisement -

পাপাই সরকার, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলায় নিম্ন চপের ফলে বেশ কয়েকদিন ধরে মাঝে মধ্যেই হচ্ছে বৃষ্টি। তবে গতকাল রাত থেকে শুরু হয়েছে প্রবল বর্ষণ, এখনো পর্যন্ত চলছে রাজ্যের বিভিন্ন জায়গার সঙ্গে সঙ্গে গোটা পূর্ব বর্ধমান জেলায়। বর্ধমানকে বলা হয় ধানের গোলা। কৃষকদের চাষের অন্যতম ফসল ধান।

ধান রোপণের সময় অনাবৃষ্টিতে জলের সমস্যায় পড়েছিলেন কৃষকরা। তবে এই মুহূর্তে হঠাৎ নিম্নচাপ ও তার জেরে প্রবল বর্ষণে ধানের জমিতে জমতে শুরু করেছে জল। কৃষকরা জানাচ্ছেন, “এখনো পর্যন্ত যতটা বৃষ্টিপাত হয়েছে তাতে ধানের খুব একটা ক্ষতি না হলেও, ক্রমাগত বৃষ্টিপাত হলে সমস্যায় পড়বেন চাষিরা। এখন দেখার বিষয় প্রকৃতি চাষীদের স্বাদ দেয় কিনা। তাড়াতাড়ি বৃষ্টিপাত কমুক এবং কৃষক তার সোনালী ফসল ভালোভাবে হাসিমুখে ঘরে তুলুক এমনটাই চাইছি আমরা”।

- Advertisement -
Sk Sahiluddin
Sk Sahiluddinhttps://www.postbardhaman.com
Sk Sahiluddin একজন অভিজ্ঞ সাংবাদিক যিনি বৈশ্বিক দর্শকদের কাছে সঠিক ও প্রভাবশালী সংবাদ উপস্থাপনের জন্য নিবেদিত। পোষ্ট বর্ধমানের সম্পাদক হিসেবে, তিনি সম্পাদকীয় দিকনির্দেশনা গঠনে এবং সর্বোচ্চ সাংবাদিকতার মান বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
আরও পড়ুন
- Advertisment -

জনপ্রিয় খবর