নিজস্ব প্রতিনিধি, বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪, আসানসোল: আরজি কর হাসপাতালে ঘটনার পর, রাজ্যের সরকারি হাসপাতালগুলোর নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা প্রকাশ্যে এসেছে। এই ব্যর্থতা মোকাবিলায় রাজ্য সরকার, বিশেষ করে পুলিশ বিভাগ, সক্রিয় হয়ে উঠেছে। চিকিৎসক সংগঠন ও আন্দোলনের চাপে, রাজ্যের প্রায় সব থানায় নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হচ্ছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীনে মহিলাদের নিরাপত্তা জোরদার করতে ”শক্তি” বাহিনীকে মোতায়েন করা হয়েছে।
বুধবার বিকেলে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের হীরাপুর থানা এলাকায় “নারী নিরাপত্তা সচেতনতা কর্মসূচি” পালিত হয়। কর্মসূচির নেতৃত্বে ছিলেন এসিপি হীরাপুর ঈপ্সিতা দত্ত এবং আসানসোল মহিলা থানার ওসি স্নেহন্বিতা মন্ডল। তাদের সঙ্গে ছিলেন “শক্তি” বাহিনীর সদস্যরাও। তারা হীরাপুর থানা এলাকার বার্নপুর রোডে চিত্রা সিনেমা মোড়ের কাছে গ্যালাক্সি মল পরিদর্শন করেন এবং সেখানে কেনাকাটা করতে আসা মহিলাদের সঙ্গে কথা বলেন। মহিলাদের সমস্যাগুলো শুনে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এবং কোনো বিপদে পড়লে পুলিশের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। এরপর তারা মল কর্তৃপক্ষের সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত বিষয়েও আলোচনা করেন। এই পরিদর্শনের অংশ হিসেবে তারা হীরাপুর থানার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। মহিলাদের আত্মবিশ্বাস বাড়াতে এই উদ্যোগটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে ধরা হচ্ছে।
আসানসোল দুর্গাপুর পুলিশের নারী শক্তিবাহিনী টিমের নম্বর: 9147889425। এছাড়াও, মহিলা হেল্পলাইন “অভয়া” এর জন্য যোগাযোগ নম্বর: 9147889431।
উল্লেখ্য, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকায় মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে “শক্তি” বাহিনী গঠন করা হয়েছে। এই বাহিনীর নারী পুলিশ কর্মীরা কালো পোশাক পরে স্কুটি নিয়ে এলাকাগুলোতে টহল দেন। মহিলাদের যেকোনো সমস্যায় তাৎক্ষণিক সহায়তা দিতে তারা প্রস্তুত। “শক্তি” বাহিনী রাস্তায় টহল দিয়ে মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা পালন করে।