রবিবার, অক্টোবর 13, 2024
হোমপশ্চিম বর্ধমানআসানসোলআসানসোল পুরনিগমের সাফাই ও আবর্জনা সংগ্রহের জন্য ১ হাজার কর্মী নিয়োগের সিদ্ধান্ত...

আসানসোল পুরনিগমের সাফাই ও আবর্জনা সংগ্রহের জন্য ১ হাজার কর্মী নিয়োগের সিদ্ধান্ত বোর্ড বৈঠকে

আসানসোল পুরনিগম ১০৬টি ওয়ার্ডে আবর্জনা সংগ্রহের জন্য ১ হাজার কর্মী নিয়োগ করবে, বর্ষার প্রস্তুতির অংশ হিসেবে ড্রেন পরিষ্কারের কাজ চলছে, বেআইনি নির্মাণ নিয়ে আলোচনা।

- Advertisement -

নিজস্ব প্রতিনিধি, মঙ্গলবার, ২৮ মে ২০২৪, আসানসোল: আসানসোল শহরের উন্নয়নের জন্য পুরনিগমের ১০৬টি ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা সংগ্রহ করা হবে। এই কাজের জন্য ১ হাজার সাফাই কর্মী নিয়োগ করা হবে। এছাড়া, আসানসোল শহরের জিটি রোডের বাজারে রাতের বেলা সাফাইয়ের জন্য আরও ৫ জন কর্মী আলাদাভাবে নিয়োগ করা হয়েছে। সোমবার মে মাসের পুর কাউন্সিলারদের বোর্ড বৈঠকের পরে আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায় এই ঘোষণা করেন।

বিগত মাসগুলোর মতো এদিনও আসানসোল পুরনিগম এলাকার উন্নয়নের জন্য ১০৬টি ওয়ার্ডের কাউন্সিলার ও পুরনিগমের সমস্ত আধিকারিকদের নিয়ে বোর্ড বৈঠক হয়। এই বৈঠকের সভাপতিত্ব করেন পুর চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়।

- Advertisement -

বোর্ড বৈঠকের পরে মেয়র বিধান উপাধ্যায় এবং অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, প্রতি মাসে উন্নয়ন, জরুরি পরিষেবা সহ নানা বিষয়ে আলোচনা করার জন্য এই বৈঠক অনুষ্ঠিত হয়। বর্তমানে প্রাকৃতিক দুর্যোগের প্রেক্ষিতে রবিবার সারা রাত কন্ট্রোল রুম চালু ছিল এবং এখনো চলছে। সমস্ত কাউন্সিলারদের তাদের নিজ নিজ ওয়ার্ডে নজরদারি করতে বলা হয়েছে এবং কোনো সমস্যা হলে তা দ্রুত পুরনিগমে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

পুরনিগম সর্বদা মানুষের পাশে রয়েছে। বোর্ড বৈঠকে মেয়র বিধান উপাধ্যায় এবং চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় জানান, ১০৬টি ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা সংগ্রহের জন্য ১ হাজার কর্মী নিয়োগ করা হবে। তাদের ১৭৫ টাকা দৈনিক মজুরিতে মোট ৪ ঘণ্টা করে কাজ করতে হবে। এছাড়া, বাজার এলাকায় রাতের বেলা সাফাইয়ের জন্য ইতোমধ্যে ৫ জন কর্মী নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

- Advertisement -

বর্ষাকাল আসছে বলে গত ৭-৮ দিন ধরে ড্রেন পরিষ্কারের কাজ চলছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে সব হাই ড্রেন নিয়মিত পরিষ্কার করা হচ্ছে যাতে মানুষের অসুবিধা না হয়। বৈঠকে পুর এলাকায় বেআইনি নির্মাণ নিয়েও আলোচনা হয়েছে।

- Advertisement -
Sk Sahiluddin
Sk Sahiluddinhttps://www.postbardhaman.com
Sk Sahiluddin একজন অভিজ্ঞ সাংবাদিক যিনি বৈশ্বিক দর্শকদের কাছে সঠিক ও প্রভাবশালী সংবাদ উপস্থাপনের জন্য নিবেদিত। পোষ্ট বর্ধমানের সম্পাদক হিসেবে, তিনি সম্পাদকীয় দিকনির্দেশনা গঠনে এবং সর্বোচ্চ সাংবাদিকতার মান বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
আরও পড়ুন
- Advertisment -

জনপ্রিয় খবর