নিজস্ব প্রতিনিধি, রবিবার, ১৮ আগস্ট ২০২৪, আসানসোল: আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট (ASANSOL – DURGAPUR POLICE COMMISSIONERATE) নিয়মিতভাবে জনগণকে ট্র্যাফিক নিয়ম সম্পর্কে সচেতন করতে বিভিন্ন প্রচার চালায়। “সেফ ড্রাইভ সেভ লাইফ” নামে এই প্রচার কর্মসূচি সারা রাজ্য জুড়ে পরিচালিত হয়। এর মাধ্যমে পথচারী ও গাড়িচালকদের ট্র্যাফিক নিয়ম সম্পর্কে সচেতন করা হয় এবং সঠিক নিয়ম মেনে চলার গুরুত্ব তুলে ধরা হয়।
রবিবার আসানসোল উত্তর ট্রাফিক গার্ডের উদ্যোগে একটি সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়। ১৯ নম্বর জাতীয় সড়কে এই র্যালিতে ট্রাফিক গার্ডের কর্মীরা অংশগ্রহণ করেন। র্যালির মাধ্যমে পথচারী ও চালকদের ট্র্যাফিক নিয়ম সম্পর্কে সচেতন করা হয়। তাদেরকে ট্র্যাফিক নিয়ম মেনে চলার এবং সঠিকভাবে রাস্তায় গাড়ি চালানোর অনুরোধ জানানো হয়। বিশেষ করে, দুচাকা গাড়ি চালানোর সময় হেলমেট পরার ওপর গুরুত্বারোপ করা হয়।