রবিবার, অক্টোবর 13, 2024
হোমপশ্চিম বর্ধমানআসানসোলআসানসোল উত্তর ট্রাফিক গার্ডের সচেতনতার প্রচার: "সেফ ড্রাইভ সেভ লাইফ"

আসানসোল উত্তর ট্রাফিক গার্ডের সচেতনতার প্রচার: “সেফ ড্রাইভ সেভ লাইফ”

- Advertisement -

নিজস্ব প্রতিনিধি, রবিবার, ১৮ আগস্ট ২০২৪, আসানসোল: আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট (ASANSOL – DURGAPUR POLICE COMMISSIONERATE) নিয়মিতভাবে জনগণকে ট্র্যাফিক নিয়ম সম্পর্কে সচেতন করতে বিভিন্ন প্রচার চালায়। “সেফ ড্রাইভ সেভ লাইফ” নামে এই প্রচার কর্মসূচি সারা রাজ্য জুড়ে পরিচালিত হয়। এর মাধ্যমে পথচারী ও গাড়িচালকদের ট্র্যাফিক নিয়ম সম্পর্কে সচেতন করা হয় এবং সঠিক নিয়ম মেনে চলার গুরুত্ব তুলে ধরা হয়।

রবিবার আসানসোল উত্তর ট্রাফিক গার্ডের উদ্যোগে একটি সচেতনতামূলক র‌্যালির আয়োজন করা হয়। ১৯ নম্বর জাতীয় সড়কে এই র‌্যালিতে ট্রাফিক গার্ডের কর্মীরা অংশগ্রহণ করেন। র‌্যালির মাধ্যমে পথচারী ও চালকদের ট্র্যাফিক নিয়ম সম্পর্কে সচেতন করা হয়। তাদেরকে ট্র্যাফিক নিয়ম মেনে চলার এবং সঠিকভাবে রাস্তায় গাড়ি চালানোর অনুরোধ জানানো হয়। বিশেষ করে, দুচাকা গাড়ি চালানোর সময় হেলমেট পরার ওপর গুরুত্বারোপ করা হয়।

- Advertisement -
Sk Tushar
Sk Tusharhttps://www.postbardhaman.com
একজন প্রতিভাবান লেখক, যিনি পূর্ব ও পশ্চিম বর্ধমানের জন্য লেখালেখি করেন। তিনি স্থানীয় ও আন্তর্জাতিক বিষয়বস্তু নিয়ে কাজ করেন এবং পাঠকদের কাছে সঠিক ও গভীর বিশ্লেষণ সহকারে সংবাদ পরিবেশন করেন। Sk Tushar তার লেখায় তথ্যের সঠিকতা এবং প্রভাবশালী উপস্থাপনার ওপর গুরুত্ব দেন।
আরও পড়ুন
- Advertisment -

জনপ্রিয় খবর