রবিবার, অক্টোবর 13, 2024
হোমপশ্চিম বর্ধমানআসানসোলআসানসোল - রানীগঞ্জ কয়লাখনি এলাকার ধসপীড়িতদের পুনর্বাসন বিষয়ে প্রশাসনিক বৈঠক

আসানসোল – রানীগঞ্জ কয়লাখনি এলাকার ধসপীড়িতদের পুনর্বাসন বিষয়ে প্রশাসনিক বৈঠক

- Advertisement -

নিজস্ব প্রতিনিধি, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, আসানসোল: পশ্চিম বর্ধমান জেলার আসানসোল – রানীগঞ্জ কয়লাখনি এলাকার ধসপীড়িত মানুষদের পুনর্বাসন এবং সংশ্লিষ্ট সমস্যাগুলির সমাধানে একটি উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো। শনিবার, আসানসোল সার্কিট হাউসে আয়োজিত এই বৈঠকে সভাপতিত্ব করেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক। বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস. পোন্নাবলম, আড্ডার চেয়ারম্যান কবি দত্ত, আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়, পান্ডবেশ্বরের বিধায়ক ও তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য এবং একাধিক সরকারি দপ্তরের কর্মকর্তারা।

বৈঠক শেষে নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান, রানীগঞ্জ কয়লাখনি এলাকার ধসপীড়িত মানুষের পুনর্বাসনের জন্য একটি প্রকল্প রয়েছে। রাজ্য সরকার কেন্দ্র থেকে এই প্রকল্পের জন্য প্রায় ৭ হাজার কোটি টাকা পাওয়ার কথা, যার মধ্যে ইতিমধ্যে ১২০০ কোটি এবং পরে আরও ৩০০ কোটি টাকা পাওয়া গেছে। চক্রবর্তী আরও জানান, ধস কবলিত এলাকার বাসিন্দাদের পুনর্বাসনের জন্য অন্ডাল বিমানবন্দর সংলগ্ন, জামুড়িয়া ও বারাবনিতে ফ্ল্যাট তৈরি করা হয়েছে। কিভাবে এসব ফ্ল্যাটে ধসপীড়িতদের স্থানান্তরিত করা হবে, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। তিনি বলেন, আমাদের লক্ষ্য এই প্রকল্পকে সঠিকভাবে বাস্তবায়িত করা। স্থানান্তরের প্রক্রিয়া যেন মসৃণভাবে হয়, সেই কারণে সংশ্লিষ্ট এলাকার বিধায়কদের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়। তারা এলাকায় মিটিং করে সমস্যার সমাধান করবেন। পূর্বের ঝড়িয়া মাস্টার প্ল্যান অনুসরণ করে একটি নতুন মাস্টার প্ল্যান তৈরি করা হবে।

- Advertisement -
Sk Sahiluddin
Sk Sahiluddinhttps://www.postbardhaman.com
Sk Sahiluddin একজন অভিজ্ঞ সাংবাদিক যিনি বৈশ্বিক দর্শকদের কাছে সঠিক ও প্রভাবশালী সংবাদ উপস্থাপনের জন্য নিবেদিত। পোষ্ট বর্ধমানের সম্পাদক হিসেবে, তিনি সম্পাদকীয় দিকনির্দেশনা গঠনে এবং সর্বোচ্চ সাংবাদিকতার মান বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
আরও পড়ুন
- Advertisment -

জনপ্রিয় খবর