পোষ্ট বর্ধমান ওয়েবডেস্ক, বুধবার, ০৫ জুন ২০২৪, বর্ধমান: বর্ধমান সদর সাংগঠনিক জেলা কার্যালয়ে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে বিজেপি। পাল্টা প্রতিরোধে নেমেছে বিজেপিও। সংঘর্ষে দু’পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। বুধবার দুপুরে শহরের ঘোরদৌড়চটিতে এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ সুপার (বর্ধমান সদর) পুলিশ ও র্যাফ নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। কেন্দ্রীয় বাহিনীও টহল দিয়েছে। বর্ধমান থানা জানিয়েছে, আপাতত বিজেপি কার্যালয়ের সামনে পুলিশ পিকেট মোতায়েন করা হয়েছে।
বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তায়ের অভিযোগ, “তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা অফিসে ঢুকে হামলা চালিয়েছে। তাঁদের হাতে ইট, আগ্নেয়াস্ত্র, কেরোসিন ছিল। পাল্টা প্রতিরোধও করা হয়েছে। অভিযোগ করা হবে। সিসি ক্যামেরার ফুটেজও পুলিশকে দেওয়া হবে।” তবে বিকেল পর্যন্ত বিজেপির তরফে কোনও অভিযোগ বর্ধমান থানায় জমা পড়েনি। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজও পায়নি।
তৃণমূল বিধায়ক (বর্ধমান দক্ষিণ) খোকন দাস সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, “সিসিটিভি ফুটেজ পুলিশ চাইছে। কিন্তু বিজেপি দিচ্ছে না। ওদের কোন নেতা ভোটে দলের টাকা খেয়ে নিয়েছে, কারা দলের পাঠানো টাকা পায়নি, সে সব নিয়ে গোলমাল বলে শুনতে পাচ্ছি।”
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সওয়া ১১টার দিকে বর্ধমান উত্তর বিধানসভা থেকে তৃণমূলের ৫০-৬০ জনের একটি মোটরবাইক দল রাস্তায় বেরিয়েছিল। কানাইনাটশাল হয়ে সার্ভিস রোড ধরে দলটি বিজেপির সাংগঠনিক জেলা কার্যালয়ের সামনে আসতেই অশান্তি শুরু হয়। বিজেপির অভিযোগ, ৬০-৭০ জনের দলটি রাস্তায় বাইক রেখে দলীয় কার্যালয় লক্ষ্য করে ইট ছুঁড়তে শুরু করে। অন্তত ৪০ জন অফিসের ভিতরে ঢুকে ভাঙচুর চালায়। এতে একটি বাইক ও দলের জেলা সভাপতির গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
বিজেপির নেতা খোকন সেন বলেন, “তৃণমূলের দুষ্কৃতীরা আমাদের অফিস দখল করতে এসেছিল। কিন্তু ঘরছাড়ারা এই অফিসেই ছিলেন, সেটা ওরা জানত না। প্রাণ বাঁচাতে ঘরছাড়ারাই লাঠি, কাঠের টুকরো নিয়ে প্রতিরোধে নামে। তৃণমূলের হামলায় আমাদের পাঁচ-ছ’জন আহত হয়েছেন।”
প্রায় আধ ঘণ্টা ধরে অশান্তি চলতে থাকে। সেখান থেকে পালিয়ে তৃণমূলের লোকজন উল্লাস মোড়ে জড়ো হন, যেখানে কয়েক জন জখমও হন। পরে পুলিশ, র্যাফ ও কেন্দ্রীয় বাহিনী যেতেই তাঁরা পালিয়ে যান।
বিজেপির অভিযোগ, বর্ধমান ২ ব্লকের তৃণমূল নেতা বাবলু পালের নেতৃত্বে হামলা হয়েছে। বাবলু পাল পাল্টা দাবি করে বলেন, “আমাদের ছেলেরা ওই এলাকা দিয়ে যাচ্ছিল। তখন বিজেপির অফিস থেকে হামলা করা হয়। ছাদ থেকে ঢিল ছোঁড়া হয়, এতে আমাদের একজন জখম হয়েছেন।”
বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীথ মালিক বলেন, “বিজেপি মিথ্যা অভিযোগ করছে। আমাদের ছেলেদের উপর ঢিল ছোঁড়া এবং লাঠি নিয়ে তাড়া তো বিজেপি করেছে।”