নিজস্ব প্রতিনিধি, শুক্রবার, ১৬ আগস্ট ২০২৪, অন্ডাল: ব্যাংক থেকে নেওয়া লোন পরিশোধে ব্যর্থ হওয়ায় এক ব্যবসায়ীর দোকান ঘর দখল করল ব্যাংক। শুক্রবার উখরা বাজারের এনএসবি রোডে এই ঘটনা ঘটে।
২০১৭ সালে চম্পা চক্রবর্তী নামে এক ব্যবসায়ী ইন্ডিয়ান ব্যাংক থেকে ৩৫ লক্ষ টাকা লোন নেন। সেই অর্থ বিনিয়োগ করে তিনি উখরা এনএসবি রোডে বিশাল তিনতলা মার্কেট কমপ্লেক্স (লর্ড ইন্টেরিও) তৈরি করেন। তবে লোনের অর্থ পরিশোধ না করার অভিযোগে ব্যাংক তার দোকান ঘর দখল করে।
৩৫ লক্ষ টাকার লোন সুদে আসলে বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ৫১ লক্ষ টাকায়। ব্যাংকের পক্ষ থেকে ব্যবসায়ী চম্পা চক্রবর্তীকে লোন শোধের জন্য একাধিকবার সুযোগ দেওয়া হলেও, তিনি তা করেননি বলে অভিযোগ ওঠে। এর পর ব্যাংক কর্তৃপক্ষ আইনি পদক্ষেপ গ্রহণ করে।
অবশেষে, জেলা শাসকের নির্দেশে শুক্রবার উখরা বাজারে চম্পা চক্রবর্তীর মার্কেট কমপ্লেক্সের দোকান ঘর দখল করে ব্যাংক। ১২৮৪ স্কোয়ার ফিটের এই তিনতলা মার্কেটটি ব্যাংক কর্তৃপক্ষ সিল করে নিজেদের দখলে নেয়।
শুক্রবার বেলা ১২টার দিকে ব্যাংক আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তাদের সঙ্গে পুলিশও উপস্থিত ছিল। ইন্ডিয়ান ব্যাংকের পক্ষে সংগ্রাম সিং জানান, এই রিকভারি প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন উখরা শাখার আধিকারিক রাকেশ কুমার, প্রবীণ কুমার সাউ (চিফ ম্যানেজার), রিকভারি আধিকারিক রাজিব ব্যানার্জিসহ অন্যান্য কর্মকর্তারা। লোন খেলাপির অভিযোগে অভিযুক্ত চম্পা চক্রবর্তীর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।