নিজস্ব প্রতিনিধি, সোমবার, ০৩ জুন ২০২৪, বারাবনি: বারাবনি থানায় আদিবাসী মহিলাকে হুমকি দেওয়ার অভিযোগে তুমুল বিক্ষোভ। আদিবাসী সম্প্রদায়ের মানুষজন দাবি তুলেছেন যে অভিযুক্ত পুলিশ অফিসারকে ক্ষমা চাইতে হবে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
জানা গেছে, দোমহানি গ্রাম পঞ্চায়েতের গামছা গাদা গ্রামে মাকু সরেন নামের এক বৃদ্ধা মহিলা বাস করেন। ওই বাড়িতে রবি মুর্মু ও তার স্ত্রী ললিতা মুর্মু গত ১৫ বছর ধরে বসবাস করছিলেন।
সম্প্রতি, মাকু সরেন ও রবি মুর্মুর মধ্যে বাড়িতে থাকা নিয়ে বিরোধ সৃষ্টি হয়, যার ফলে মাকু সরেন রবি মুর্মুকে বাড়িতে থাকতে দিতে আপত্তি করেন। রবি মুর্মু এ নিয়ে বারাবনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পর পুলিশ বাড়িতে গিয়ে জানতে পারে যে মাকু সরেন নিজেই বাড়ির মালিক এবং তিনি রবি মুর্মুকে বাড়িতে থাকতে দেন। তবে রবি মুর্মু সেই সময় বাড়িতে না থাকার কারণে, তার স্ত্রী ললিতা মুর্মুকে বলে আসেন যে তারা যেন ঠিকমতো থাকে।
এরপর ললিতা মুর্মু বারাবনি থানার এক অফিসারের বিরুদ্ধে অভদ্র আচরণের অভিযোগ তোলেন। তিনি জানান, ওই অফিসার তাকে হুমকি দিয়েছিলেন যে বাড়ি থেকে উচ্ছেদ করে দেবেন এবং বারাবনি এলাকায় থাকতে দেবেন না।
এই ঘটনার প্রতিবাদে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন একত্রিত হয়ে বারাবনি থানার সামনে পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ করেন। ঘটনাস্থলে এসে এসিপি ঈপ্সিতা দত্ত পরিস্থিতি খতিয়ে দেখছেন।