নিজস্ব প্রতিনিধি, সোমবার, ২৭ মে ২০২৪, অন্ডাল: দীর্ঘ ৩১ ঘণ্টা পরে অবশেষে ইসিএলের পরিত্যক্ত খোলা মুখ খনির জল থেকে উদ্ধার করা হলো মহিলার মৃতদেহ। আশঙ্কা সত্যি প্রমাণিত হলো। স্থানীয় সূত্রে জানা যায়, ২৫ বছর বয়সী উমা বাদ্যকর শনিবার সকাল ১০টা নাগাদ ইসিএলের কেন্দা এরিয়ার বহুলা সিএল জামবাদ কোলিয়ারির পরিত্যক্ত খনির জলে ডুবে নিখোঁজ হন। দীর্ঘ তল্লাশির পর রবিবার বিকেল ৫টা নাগাদ ৩১ ঘণ্টা পরে উদ্ধার করা হয় তার দেহ।
পুলিশ সূত্রে জানা গেছে, উমা বাদ্যকর অন্ডাল থানার বহুলা গ্রামের বাদ্যকর পাড়ার বাসিন্দা ছিলেন। স্থানীয় এক যুবক তাকে পরিত্যক্ত খোলামুখ কয়লাখনির জলে ডুবে যেতে দেখেন এবং খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে। এরপর নিখোঁজ মহিলার পরিবার এবং স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ভিড় জমান। ঘটনার খবর পেয়ে অন্ডাল থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং মহিলাকে উদ্ধারের জন্য ডুবুরি দল ডাকা হয়। ডুবুরিরা স্পিড বোট নিয়ে খোলামুখ কয়লাখনির জলে তল্লাশি শুরু করে।
মহিলার স্বামী বাপ্পা বাদ্যকর জানান, “শনিবার সকাল সাড়ে আটটায় আমি কাজে বেরিয়ে যাই। এরপর এলাকার এক বাসিন্দা ফোন করে জানায় যে আমার স্ত্রী জলে ডুবে গেছে। সেই বাসিন্দা কয়লাখনির পাড়ে স্ত্রীর চটি পড়ে থাকতে দেখেন। তিনি আরও জানান, এক যুবক আমার স্ত্রীকে ঐ জলে ডুবে যেতে দেখেছে।”
তারপর রবিবার, দীর্ঘ ৩১ ঘণ্টা টানা তল্লাশির পর বিকেল পাঁচটা নাগাদ ডুবুরি দল পরিত্যক্ত কয়লা খনির জলে নিখোঁজ হওয়া মহিলার দেহ উদ্ধার করে। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। অন্ডাল থানার পুলিশ তথ্য সংগ্রহ করে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, ঐ মহিলা নিজেই জলে ঝাঁপিয়ে আত্মহত্যা করেছেন কিনা বা এই মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা, তা তদন্তের পরই স্পষ্ট হবে। আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে।