নিজস্ব প্রতিনিধি, শনিবার, ১৭ আগস্ট ২০২৪, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে সরকারি জমি পুনরুদ্ধারের জন্য আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ (এডিডিএ) কয়েকদিন ধরে উচ্ছেদ অভিযান চালাচ্ছে। এবার ডিএসপি টাউনশিপের দখল হয়ে যাওয়া জমি ফাঁকা করতে উদ্যোগ নিয়েছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট (ডিএসপি) কর্তৃপক্ষ। শনিবার, টাউনশিপের এ-জোন এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
ডিএসপি টাউনশিপের বিভিন্ন জায়গায় ডিএসপির জমিতে বহু অবৈধ নির্মাণ গড়ে উঠেছে। এই অবৈধ দখলদারদের সরানোর জন্য ডিএসপি কর্তৃপক্ষ একাধিকবার নোটিশ জারি করলেও তাতে কোনো ফল হয়নি। শেষমেশ, উচ্ছেদ অভিযানে নামতে বাধ্য হয় ডিএসপি কর্তৃপক্ষ। শনিবার, রানা প্রতাপ রোড থেকে আশীষ মার্কেট পর্যন্ত এই অভিযান চলে, যেখানে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় অবৈধ নির্মাণগুলি। অশান্তি এড়াতে সিআইএসএফ জওয়ানদের মোতায়েন করা হয়েছিল।