সোমবার, অক্টোবর 14, 2024
হোমপশ্চিমবঙ্গপশ্চিম বর্ধমানচিত্তরঞ্জন শহরে রেল প্রশাসনের বুলডোজার অভিযান, উচ্ছেদ হলো একাধিক দোকান ও ঘর

চিত্তরঞ্জন শহরে রেল প্রশাসনের বুলডোজার অভিযান, উচ্ছেদ হলো একাধিক দোকান ও ঘর

- Advertisement -

নিজস্ব প্রতিনিধি, বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪, চিত্তরঞ্জন: চিত্তরঞ্জন শহরে রেল প্রশাসনের উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার, ফতেপুর সবজি বাজার ও সংলগ্ন এলাকায় অবৈধ নির্মাণ ভেঙে দেওয়ার জন্য বুলডোজার চালানো হয়।

এই অভিযানে চিত্তরঞ্জন রেল কারখানার কর্তৃপক্ষ ও রেল পুলিশ উপস্থিত ছিলেন। এদিন ভেঙে দেওয়া অস্থায়ী নির্মাণগুলিতে বিভিন্ন মানুষ ছোট দোকান, সবজি, ফলের দোকান এবং হোটেল পরিচালনা করছিলেন।

- Advertisement -

এইসব দোকান থেকে অনেকেই বছরের পর বছর নিজেদের রুজি-রুটির ব্যবস্থা করেছিলেন। তবে, এসব নির্মাণ ছিল অবৈধ। শেষ পর্যন্ত রেল প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে শহরের বিভিন্ন স্থানে বিনা অনুমতিতে গজিয়ে ওঠা অস্থায়ী নির্মাণ ভেঙে দেওয়ার। সেই অনুযায়ী, শহরের বিভিন্ন প্রান্তে চলছে উচ্ছেদ অভিযান। তবে দীর্ঘদিন ধরে যারা এসব স্থানে ব্যবসা করে জীবিকা নির্বাহ করছিলেন, তারা এখন রীতিমতো ক্ষুব্ধ এবং নতুন করে সমস্যায় পড়েছেন।

- Advertisement -
Sk Tushar
Sk Tusharhttps://www.postbardhaman.com
একজন প্রতিভাবান লেখক, যিনি পূর্ব ও পশ্চিম বর্ধমানের জন্য লেখালেখি করেন। তিনি স্থানীয় ও আন্তর্জাতিক বিষয়বস্তু নিয়ে কাজ করেন এবং পাঠকদের কাছে সঠিক ও গভীর বিশ্লেষণ সহকারে সংবাদ পরিবেশন করেন। Sk Tushar তার লেখায় তথ্যের সঠিকতা এবং প্রভাবশালী উপস্থাপনার ওপর গুরুত্ব দেন।
আরও পড়ুন
- Advertisment -

জনপ্রিয় খবর