শনিবার, অক্টোবর 12, 2024
হোমপূর্ব বর্ধমানবর্ধমানবর্ধমানের বড়নীলপুর লালটু স্মৃতি সংঘের দুর্গাপুজোর খুঁটি পূজো, এবার থিম জয়পুরের শিশমহল

বর্ধমানের বড়নীলপুর লালটু স্মৃতি সংঘের দুর্গাপুজোর খুঁটি পূজো, এবার থিম জয়পুরের শিশমহল

- Advertisement -

নিজস্ব প্রতিনিধি, সোমবার, ২৬ আগস্ট ২০২৪, বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার দুর্গাপুজো গুলোর মধ্যে অন্যতম বর্ধমানের বড়নীলপুর লালটু স্মৃতি সংঘের দুর্গাপুজোর খুঁটি পূজো। সোমবার শুভ সূচনা করলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। ৬৩ তম বর্ষের এবারের পূজোর থিমভাবনা জয়পুরের শিশ মহল। এদিন খুঁটি পূজার মধ্যে দিয়ে দুর্গাপূজা শুভ সূচনা হয়ে গেল।

উদ্যোক্তারা জানিয়েছেন গত বছর বাংলা শিল্প সংস্কৃতিকে তুলে ধরেছিলেন পূজা মন্ডপে, তবে এ বছর ভারতের স্থাপত্য তুলে ধরা হবে। তাই জয়পুরের শিশমহলের আদলে তৈরি হবে এই পূজা মন্ডপ। বিধায়ক খোকন দাস জানান গতবছর শহর বর্ধমানের কার্নিভালে প্রথম স্থান অধিকার করেছিল এই লাল স্মৃতি সংঘ। এ বছর যেন কার্নিভালে তারা অংশগ্রহণ করে এবং পুরস্কার পায় তার শুভ কামনা করে গেলেন বিধায়ক।

- Advertisement -
Sk Sahiluddin
Sk Sahiluddinhttps://www.postbardhaman.com
Sk Sahiluddin একজন অভিজ্ঞ সাংবাদিক যিনি বৈশ্বিক দর্শকদের কাছে সঠিক ও প্রভাবশালী সংবাদ উপস্থাপনের জন্য নিবেদিত। পোষ্ট বর্ধমানের সম্পাদক হিসেবে, তিনি সম্পাদকীয় দিকনির্দেশনা গঠনে এবং সর্বোচ্চ সাংবাদিকতার মান বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
আরও পড়ুন
- Advertisment -

জনপ্রিয় খবর