রবিবার, অক্টোবর 13, 2024
হোমসংস্কৃতিবর্ধমান বিভাগীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু, অংশগ্রহণ চারটি জেলার ৪৩০ প্রতিযোগীর

বর্ধমান বিভাগীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু, অংশগ্রহণ চারটি জেলার ৪৩০ প্রতিযোগীর

- Advertisement -

পাপাই সরকার, বুধবার, ০৪ সেপ্টেম্বর ২০২৪, বর্ধমান: পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের শিশু কিশোর আকাদেমি আয়োজনে ও পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় বুধবার বর্ধমান কৃষি খামারে এক প্রাকৃতিক মনোরম পরিবেশে শুরু হয়েছে বর্ধমান বিভাগীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা। দুদিনব্যাপী এই প্রতিযোগিতায় আজ প্রজ্বোলনের মধ্যে দিয়ে উদ্বোধন হলো।

এই অনুষ্ঠানে চারটি জেলা অংশগ্রহণ করেছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি ও বীরভূম। এই চারটি জেলা থেকে মোট ১৯৩ জন প্রতিযোগী ‘ক’ বিভাগে অংশ গ্রহণ করেছেন এবং ৫ সেপ্টেম্বর ‘খ’ বিভাগে ২৩৭ জন অংশ গ্রহণ করবে বলে জানান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক রামশঙ্কর মন্ডল।

- Advertisement -

এদিন রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, আবৃত্তি, লোকসঙ্গীত, রাগপ্রধান গান, শাস্ত্রীয় নৃত্য ও তাৎক্ষণিক বক্তৃতা বিভাগে প্রতিযোগিতা হয়। তাৎক্ষণিক বক্তৃতা শুধুমাত্র ‘খ’ বিভাগের জন্য। প্রতিটি বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের শংসাপত্র ও পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি এই প্রতিযোগিতায় যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হবে তারা রাজ্যস্তরে অংশগ্রহণ করবে বলে জানা গেছে। এছাড়া প্রত্যেক অংশগ্রহনকারীদের শংসাপত্র দেওয়া হবে।

এইরকম আয়োজন বেশি হলে শিশুদের সাংস্কৃতিক মান উন্নয়নের সুবিধা হবে এবং এক সাংস্কৃতিক পরিবেশ গড়ে উঠবে বলে বাবা মায়েদের মতামত। সারা বছর ধরে তথ্য ও সংস্কৃতি দপ্তরের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে খুশি জেলার বুদ্ধিজীবী ও সংস্কৃতিভাবাপন্ন মানুষজন।

- Advertisement -

আজ শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু কোনার সহ বিভিন্ন গুণিজনরা। পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক রামশঙ্কর মন্ডল বলেন, “শিশুদের এই সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠ ভাবে সম্পন্ন করতে সমস্ত ব্যাবস্থা নেওয়া হয়েছে। চারটি জেলা থেকেই বাচ্চারা এসেছে। এর পরেই ৯ সেপ্টেম্বর থেকে কৃষি খামারে পাঁচ দিনের নাট্য কর্মশালা শুরু হবে।”

- Advertisement -
Sk Sahiluddin
Sk Sahiluddinhttps://www.postbardhaman.com
Sk Sahiluddin একজন অভিজ্ঞ সাংবাদিক যিনি বৈশ্বিক দর্শকদের কাছে সঠিক ও প্রভাবশালী সংবাদ উপস্থাপনের জন্য নিবেদিত। পোষ্ট বর্ধমানের সম্পাদক হিসেবে, তিনি সম্পাদকীয় দিকনির্দেশনা গঠনে এবং সর্বোচ্চ সাংবাদিকতার মান বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
আরও পড়ুন
- Advertisment -

জনপ্রিয় খবর