পাপাই সরকার, সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, বর্ধমান: সোমবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগের চারতলায় আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছাড়ালো হাসপাতাল চত্বরে। জানা গেছে, এদিন প্রসূতি বিভাগের চারতলার ব্যালকনি দিয়ে ভিজে কাপড় মেলতে গিয়ে ইলেকট্রিক বোর্ডে শর্ট সার্কিটের ফলে ইলেকট্রিক বোর্ডে আগুন লেগে যায়।
আগুন লাগার ঘটনা জানতে পেরে রোগীর আত্মীয় স্বজনরা ডেলিভারি ওয়ার্ডের সামনে ভিড় জমায়। খবর দেওয়া হয় বর্ধমান দমকল বিভাগে। দমকলের একটি ইঞ্জিন আসে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগের সামনে। দমকল কর্মীদের তৎপরতায় চার তলায় আগুন নেভানো সক্ষম হয়। এ ধরনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ডেলিভারি ওয়ার্ডের সামনে।