নিজস্ব প্রতিনিধি, বুধবার, ২১ আগস্ট ২০২৪, অন্ডাল: আর্জিকর মেডিকেল কলেজের ছাত্রী ধর্ষণ ও খুনের ঘটনার পর উত্তেজিত রাজ্যে, এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে উদ্যোগী হয়েছে পুলিশ প্রশাসন। বুধবার, আসানসোল – দুর্গাপুর পুলিশ কমিশনারেট অন্ডাল থানা এলাকার ব্লক স্বাস্থ্য কেন্দ্র, খান্দরা কলেজ, এবং উখড়া আদর্শ হিন্দি হাইস্কুলে সচেতনতা বৃদ্ধির প্রচার চালিয়েছে। এই প্রচারে উপস্থিত ছিলেন আসানসোল – দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি (অন্ডাল) পিন্টু সাহা, অন্ডাল পুলিশ আউটপোস্টের আইসি মইনুল হক, মহিলা আধিকারিক এবং অন্যান্য পুলিশ কর্মীরা।
এদিন পুলিশ কর্মকর্তারা ওই কলেজ ও স্কুলের ছাত্রীদের সঙ্গে কথা বলেন। তারা ছাত্রীদেরকে প্রতিষ্ঠান এবং রাস্তায় চলাচলের সময় কীভাবে নিজেদের নিরাপদ রাখা যায়, সে বিষয়ে পরামর্শ দেন। এছাড়া, বিপদের আশঙ্কা তৈরি হলে দ্রুত ১০০ ডায়াল বা স্থানীয় থানায় ফোন করার পরামর্শ দেওয়া হয়। তারা আরও জানান, ছাত্রীদের মোবাইলে অবশ্যই ১০০ ডায়াল এবং স্থানীয় থানার ফোন নম্বর সংরক্ষণ করা জরুরি।
এই কর্মসূচি আর্জিকর ঘটনার প্রেক্ষিতে নেওয়া হয়েছে কি না জানতে চাইলে এসিপি পিন্টু সাহা জানান, পুলিশ নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করে থাকে, এটি তারই একটি অংশ। তিনি বলেন, নিরাপত্তা দেওয়া পুলিশের কর্তব্য, কিন্তু বিপদে পড়লে কীভাবে তা পাওয়া যায়, সেই বিষয়ে অনেকেই অবগত নয়। সবাইকে সচেতন করতেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।