নিজস্ব প্রতিনিধি, সোমবার, ১৯ আগস্ট ২০২৪, আসানসোল: আরজি করের ঘটনার প্রেক্ষিতে সোমবার আসানসোল শহর এবং আশেপাশের শিল্পাঞ্চলে ‘রাখীবন্ধন’ উৎসব উদযাপিত হয়। এ উপলক্ষে বিকেলে আসানসোলের বিএনআর রবীন্দ্র ভবনের সামনে সাংস্কৃতিক সংগঠন ‘রবীন্দ্রচর্চা’র উদ্যোগে একটি বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংগঠনের সদস্যরা পথচারীদের হাতে রাখী বেঁধে দেন। উৎসবে গাড়ি চালক, আসানসোল দক্ষিণ ট্রাফিক গার্ডের পুলিশ কর্মী, সিভিক ভলেন্টিয়ারসহ সবার অংশগ্রহণ ছিল। এছাড়া, রবীন্দ্র ভবনের সামনে দোকানদারদেরও রাখী পরানো হয় এবং তাদেরকে মিষ্টিমুখ করানো হয়।
এই প্রসঙ্গে সংগঠনের সদস্য সুকৃতিশ নন্দী ও অর্পিতা লাহা বলেন, ‘রবীন্দ্রচর্চা’ সব সময়ই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে। রবীন্দ্রনাথ ঠাকুর একটি ঐতিহাসিক সময়ে রাখীবন্ধন উৎসব শুরু করেছিলেন। এখন আমরা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, কিন্তু তবুও আমাদের একে অপরকে সমর্থন করতে হবে এবং পাশে থাকতে হবে। ভ্রাতৃত্ববোধ গড়ে তুলে একসাথে বাঁচার প্রয়াস চালিয়ে যেতে হবে।
তারা আরও বলেন, প্রতিটি কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হবে। কলকাতার আরজি কর হাসপাতালে যা ঘটেছে, তার নিন্দা প্রকাশের মতো কোনো ভাষা নেই। আমাদের একত্রে দাঁড়িয়ে প্রতিটি চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে এবং সমাজে নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা করতে হবে। মানববন্ধনের মাধ্যমে নির্যাতিতার পরিবারকে ন্যায়বিচার পাইয়ে দেওয়ার জন্য শান্তিপূর্ণ উপায়ে প্রচেষ্টা চালাতে হবে। অন্যদিকে, এদিন আসানসোল শিল্পাঞ্চল জুড়ে বিভিন্ন সংগঠন ও সংস্থা দলমত নির্বিশেষে সারাদিন ধরে রাখীবন্ধন উৎসব পালন করে।