রবিবার, অক্টোবর 13, 2024
হোমশিক্ষাপ্রকৃতি সংরক্ষণের বার্তা নিয়ে বিজড়া প্রাথমিক স্কুলে খুদেদের অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকৃতি সংরক্ষণের বার্তা নিয়ে বিজড়া প্রাথমিক স্কুলে খুদেদের অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

- Advertisement -

নিজস্ব প্রতিনিধি, শনিবার, ১৭ আগস্ট ২০২৪, দুর্গাপুর: “প্রকৃতি পরিবেশ রক্ষা করো, বর্জ্য মুক্ত দুর্গাপুর গড়ো”—এই আহ্বানকে সামনে রেখে শনিবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের বিজড়া প্রাথমিক স্কুলে এক অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস এন্ড কালচারাল ক্লাবস কোঅর্ডিনেশন সোসাইটি ও অঙ্কন শিল্পীদের সংগঠন সিক্স ডাইমেনশনের উদ্যোগে, এবং সুইচঅন ফাউন্ডেশনের সহযোগিতায়, ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

বিজড়া প্রাথমিক স্কুলে ১ম থেকে ৪র্থ শ্রেণির ছাত্রছাত্রীদের নিয়ে দুটি বিভাগে অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে বিষয়বস্তু ছিল “প্রকৃতি পরিবেশ রক্ষা” ও “বর্জ্য মুক্তি,” বিশেষ করে প্লাস্টিক বর্জ্যমুক্ত পৃথিবীর গুরুত্ব। এই প্রতিযোগিতায় ২৫০-এর বেশি শিশু অংশগ্রহণ করে। দুই বিভাগের ১ম, ২য় ও ৩য় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়।

- Advertisement -

প্রতিযোগিতার শুরুতে বিজড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনির্বান বাগচী এবং বিজ্ঞান মঞ্চের নেতৃত্ব দেবব্রত চৌধুরী গল্পের ছলে শিশুদের প্রকৃতি পরিবেশ রক্ষা ও বর্জ্য মুক্ত দুর্গাপুর গড়ার গুরুত্ব বোঝান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী হিমাংশু বিশ্বাস, দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস এন্ড কালচারাল ক্লাবস কোঅর্ডিনেশন সোসাইটির কবি ঘোষ, এবং সুইচঅন ফাউন্ডেশনের অঙ্কিতা চক্রবর্তী।

- Advertisement -
Sk Sahiluddin
Sk Sahiluddinhttps://www.postbardhaman.com
Sk Sahiluddin একজন অভিজ্ঞ সাংবাদিক যিনি বৈশ্বিক দর্শকদের কাছে সঠিক ও প্রভাবশালী সংবাদ উপস্থাপনের জন্য নিবেদিত। পোষ্ট বর্ধমানের সম্পাদক হিসেবে, তিনি সম্পাদকীয় দিকনির্দেশনা গঠনে এবং সর্বোচ্চ সাংবাদিকতার মান বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
আরও পড়ুন
- Advertisment -

জনপ্রিয় খবর