সোমবার, অক্টোবর 14, 2024
হোমপশ্চিম বর্ধমানআসানসোল৫০ কর্মদিবসে ১০০ অত্যাধুনিক রেল ইঞ্জিন তৈরি করে নতুন ইতিহাস গড়লো CLW

৫০ কর্মদিবসে ১০০ অত্যাধুনিক রেল ইঞ্জিন তৈরি করে নতুন ইতিহাস গড়লো CLW

- Advertisement -

নিজস্ব প্রতিনিধি, সোমবার, ০৩ জুন ২০২৪, আসানসোল: মাত্র ৫০ কর্মদিবসে ১০০টি অত্যাধুনিক রেল ইঞ্জিন তৈরি করে ইতিহাস গড়ল চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা। ২০২৪-২৫ অর্থবছরের এই উৎপাদনের গতি কারখানার শুরু থেকে সর্বোচ্চ। এত কম সময়ে ১০০টি ইঞ্জিন তৈরির ইতিহাস চিত্তরঞ্জনে এর আগে কোন অর্থবছরে সম্ভব হয়নি।

রেল কর্তৃপক্ষ উল্লেখ করেছেন যে এই উৎপাদনের রকেট গতি চিত্তরঞ্জনকে বিশ্ব মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলকে পৌঁছে দিয়েছে। ৩০ মে, কারখানার ওয়ার্কশপ থেকে ১০০তম ইঞ্জিনটির যাত্রা শুরু হয়।

- Advertisement -

এই গৌরবময় উৎপাদন চিত্র এখানকার কর্মী ও আধিকারিকদের একাগ্রতার জন্যই সম্ভব হয়েছে বলে উল্লেখ করে জেনারেল ম্যানেজার হিতেন্দ্র মালহোত্রা সামগ্রিকভাবে “টিম সিএলডব্লু”কে অভিনন্দন জানিয়েছেন। উল্লেখ্য, এর আগে ১০০টি ইঞ্জিন উৎপাদনের জন্য ২০২১-২২ অর্থবছরে ৮১ দিন, ২০২২-২৩ অর্থবছরে ৭৩ দিন এবং ২০২৩-২৪ অর্থবছরে ৭০ দিন সময় লেগেছিল।

সেদিক দিয়ে চলতি অর্থবছরে মাত্র ৫০ কর্মদিবসে ১০০ রেল ইঞ্জিন উৎপাদন চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার অন্যতম ইতিহাস বলে মনে করা হচ্ছে। তবে গড়ে প্রতি কর্মদিবসে দুটি করে ইঞ্জিন উৎপাদনের এই ধারা বজায় থাকলে চলতি অর্থবছরে রেল বোর্ডের দেওয়া ৭০০ ইঞ্জিন উৎপাদন সময়ের আগেই সম্ভব হবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

- Advertisement -
Sk Sahiluddin
Sk Sahiluddinhttps://www.postbardhaman.com
Sk Sahiluddin একজন অভিজ্ঞ সাংবাদিক যিনি বৈশ্বিক দর্শকদের কাছে সঠিক ও প্রভাবশালী সংবাদ উপস্থাপনের জন্য নিবেদিত। পোষ্ট বর্ধমানের সম্পাদক হিসেবে, তিনি সম্পাদকীয় দিকনির্দেশনা গঠনে এবং সর্বোচ্চ সাংবাদিকতার মান বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
আরও পড়ুন
- Advertisment -

জনপ্রিয় খবর