নিজস্ব প্রতিনিধি, বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০২৪, দিল্লি: লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটি প্রধানমন্ত্রীর হিসেবে টানা ১১তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে তাঁর ভাষণ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে ‘মা-বোনেদের’ উপর অত্যাচার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার, স্বাধীনতা দিবসের সকালে লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে মোদী বলেন, “দেশের বিভিন্ন ক্ষেত্রে মেয়েরা নেতৃত্ব দিচ্ছেন। তবে কিছু বিষয়ে উদ্বেগও রয়েছে। আজ আমি লালকেল্লা থেকে আমার যন্ত্রণার কথা বলতে চাই।”
তিনি আরও বলেন, “মহিলাদের উপর অত্যাচার নিয়ে আমাদের গুরুত্বের সঙ্গে ভাবা উচিত। গোটা দেশ এই বিষয়গুলির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে, এবং আমি সেই ক্ষোভকে বুঝতে পারছি। এই বিষয়টি দেশ, সমাজ এবং রাজ্য সরকারগুলির গুরুত্ব দিয়ে দেখা উচিত।”
যদিও মোদী কোনও নির্দিষ্ট ঘটনার উল্লেখ করেননি, তবে ধারণা করা হচ্ছে যে তিনি আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনা এবং এর বিরুদ্ধে নাগরিক সমাজের প্রতিবাদের কথা বলছিলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, “যাঁরা মহিলাদের বিরুদ্ধে অপরাধ করছেন, তাঁদের দ্রুত এবং কঠোর শাস্তি দেওয়া প্রয়োজন।”