নিজস্ব প্রতিনিধি, মঙ্গলবার, ২৮ মে ২০২৪, আসানসোল: আগামী ৪ জুন, সারা দেশের সঙ্গে আসানসোল লোকসভা কেন্দ্রেরও ভোট গণনা হবে। নির্বাচন কমিশনের নির্দেশে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন সবরকম পদক্ষেপ নিয়েছে যাতে এই গণনা প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
পশ্চিম বর্ধমানের জেলাশাসকের উপস্থিতিতে দু’দফায় ভোটগণনা কর্মীদের প্রশিক্ষণ
সোমবার সকালে আসানসোল রবীন্দ্র ভবনে আসানসোল লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভার ভোট গণনার সঙ্গে যুক্ত কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়। এদিন মোট দু’দফায় এই প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। পশ্চিম বর্ধমানের জেলাশাসক ও আসানসোল লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার এস পোন্নাবলম -এর উপস্থিতিতে এই প্রশিক্ষণ সম্পন্ন হয়। এছাড়া উপস্থিত ছিলেন আসানসোলের মহকুমাশাসক (সদর) ও আসানসোল উত্তর বিধানসভার এআরও বিশ্বজিৎ ভট্টাচার্য সহ সাতটি বিধানসভার এআরও ও অন্যান্য আধিকারিকরা।
ভোট গণনার সঙ্গে জড়িত কর্মীদের প্রশিক্ষণের সময় গণনার দিন কীভাবে দায়িত্ব পালন করতে হবে সে সম্পর্কে অবহিত করা হয়। পরে, জেলাশাসক জানান, এদিন ভোট গণনার সঙ্গে যুক্ত কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রথম ধাপে কর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ দেওয়া হয়। এরপর মাইক্রো অবজার্ভারদের প্রশিক্ষণ দেওয়া হয়। জেলাশাসক আরো বলেন, সবাইকে আগামী ৪ জুন ভোট গণনার কাজে যুক্ত করা হবে।
জানা গেছে, মোট ১৮৪টি টেবিলে ভোট গণনা করা হবে। এর মধ্যে ১৫৫টি টেবিল ইভিএমের গণনার জন্য ব্যবহৃত হবে, আর বাকি টেবিল পোষ্টাল ব্যালট ও অন্যান্য কাজে নির্দিষ্ট করা হয়েছে। সবচেয়ে বেশি ২৬টি করে টেবিল আসানসোল উত্তর ও আসানসোল দক্ষিণ বিধানসভার জন্য থাকবে। সবচেয়ে কম ১৮টি টেবিল থাকবে পান্ডবেশ্বর বিধানসভায়।
সকাল আটটায় পোষ্টাল ব্যালট দিয়ে গণনা শুরু হবে, এরপর ইভিএমের ভোট গণনা করা হবে। প্রশাসন সূত্রে জানা গেছে, সবচেয়ে বেশি ১৪ রাউন্ড এবং সবচেয়ে কম ১২ রাউন্ড গণনা করা হবে। সরাসরি গণনার সঙ্গে যুক্ত থাকবেন ৭৫০ জন কর্মী। এছাড়াও আরও ৫০০ জন ৪ জুন গণনা কেন্দ্রে উপস্থিত থাকবেন।
আসানসোল লোকসভা কেন্দ্রের ভোট গণনা আসানসোলের সেনরেল রোডে ১৯ নং জাতীয় সড়কের জুবিলি মোড় সংলগ্ন আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে হবে। এর জন্য গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রাজ্য পুলিশের সদস্যরাও নিরাপত্তার দায়িত্বে থাকবেন।