শনিবার, অক্টোবর 12, 2024
হোমপূর্ব বর্ধমানবর্ধমানবর্ধমানের সরাইটিকরে ভাড়া বাড়িতে গৃহবধূর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

বর্ধমানের সরাইটিকরে ভাড়া বাড়িতে গৃহবধূর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

- Advertisement -

পাপাই সরকার, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, বর্ধমান: বর্ধমান শহরের সরাইটিকর উত্তরপাড়া এলাকায় ভাড়া বাড়ির ভিতর থেকে এক ভাড়াটিয়া গৃহবধূর মৃতদেহ উদ্ধার হয় রবিবার। বিষ খেয়ে আত্মহত্যা করেছেন মহিলা বলে জানা যায় স্থানীয় এক ক্লাব সদস্যের কাছ থেকে। ঘটনাস্থলে এসে বর্ধমান থানার পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত মহিলার নাম মিতা সামন্ত। পুলিশ সূত্র মারফৎ জানা যায়, ওই মহিলা মাস তিনেক আগে সরাইটিকর এলাকায় ভাড়া এসেছিল। তার বাড়ি হুগলি জেলার খানাকুল থানার চিঙ্গদা মালঞ্চ গ্রামে।

স্থানীয় ক্লাব সদস্য শেখ হাফিজ জানান, “২৮ থেকে ৩০ বছরের একটি বিবাহিতা মেয়ে মেঝেতে মাদুরের উপর শুয়ে ছিল। ঘটনাস্থলে পুলিশ এসেছিল, আমি পুলিশের সাথে ঘরে ঢুকলাম। বাড়ি থেকে প্রচণ্ড গ্যাসের গন্ধ আসছিল। সেই গ্যাসটি আসলে বিষের। আমরা বিষের বোতল খুঁজতে খুঁজতে একটি বোতল পেয়ে গেলাম। এরপরেই জানতে পারি মহিলা বিষ খেয়ে আত্মহত্যা করেছে”। মানসিক চাপেই আত্মহত্যা করেছেন মহিলা বলে স্থানীয় সূত্রে জানা যায়। আরও জানা যায় যে মেয়েটি পরিচারিকার কাজ করতেন।

- Advertisement -
Sk Sahiluddin
Sk Sahiluddinhttps://www.postbardhaman.com
Sk Sahiluddin একজন অভিজ্ঞ সাংবাদিক যিনি বৈশ্বিক দর্শকদের কাছে সঠিক ও প্রভাবশালী সংবাদ উপস্থাপনের জন্য নিবেদিত। পোষ্ট বর্ধমানের সম্পাদক হিসেবে, তিনি সম্পাদকীয় দিকনির্দেশনা গঠনে এবং সর্বোচ্চ সাংবাদিকতার মান বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
আরও পড়ুন
- Advertisment -

জনপ্রিয় খবর