নিজস্ব প্রতিনিধি, মঙ্গলবার, ১৩ আগস্ট ২০২৪, আসানসোল: ভুয়ো তপশিলি জাতির শংসাপত্র বাতিলের দাবিতে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির সালানপুর ব্লকের বিভিন্ন শাখার সদস্যরা বিক্ষোভে সামিল হন। তাঁদের অভিযোগ, অনেকেই ভুয়ো তপশিলি উপজাতি শংসাপত্র ব্যবহার করে চাকরি পেয়েছেন। এমন ব্যক্তিদের শনাক্ত করে শংসাপত্র বাতিল এবং চাকরি থেকে বরখাস্ত করার দাবি জানিয়েছেন তাঁরা।
এর আগেও তাঁরা এই দাবি নিয়ে আসানসোল মহকুমা শাসকের কাছে লিখিত আকারে আবেদন করেছিলেন। এদিন, সালানপুর ব্লক আধিকারিকের কাছে ডেপুটেশন জমা দেন তারা। ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্লক দপ্তর চত্বরে মোতায়েন ছিল প্রচুর পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার।
এ বিষয়ে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির সালানপুর ব্লকের সভাপতি সুশীল হেমরম জানান, সালানপুর ব্লকে কয়েক হাজারেরও বেশি মানুষের কাছে ভুয়ো আদিবাসী শংসাপত্র রয়েছে। তিনি অভিযোগ করেন, এই শংসাপত্রের মাধ্যমে যারা আদতে আদিবাসী নন, তারাও চাকরি পেয়েছেন। সুশীল হেমরমের দাবি, সরকার দ্রুত এসব ভুয়ো শংসাপত্র বাতিল করে এবং জালিয়াতি করে চাকরি পাওয়া ব্যক্তিদের বরখাস্ত করুক।
তিনি আরও জানান, ইতিমধ্যে দশটিরও বেশি নাম তাঁদের হাতে এসেছে এবং ব্লক আধিকারিকের কাছে বাকি নামগুলি খুঁজে বের করার জন্য আবেদন জানানো হয়েছে। তিনি অভিযোগ করেন, কিছু দালাল এবং কিছু আধিকারিকের সহায়তায় এই ভুয়ো শংসাপত্র তৈরি হচ্ছে, যা না হলে এ ধরনের জাল শংসাপত্র বের করা সম্ভব হতো না।
পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির রাজ্য যুব সম্পাদক হিরন্ময় হাসদা জানান, এর আগেও তাঁরা আসানসোল মহকুমা শাসকের দপ্তরে প্রায় ৮০ জনের ভুয়ো শংসাপত্রের তালিকা জমা করেছিলেন। সেই সময় মহকুমা শাসক দ্রুত তদন্তের আশ্বাস দিয়েছিলেন। এদিনের ডেপুটেশনে উপস্থিত ছিলেন হিরন্ময় হাসদা, পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির রাজ্য যুব সম্পাদক; সুশীল হেমরম, ব্লক সম্পাদক; মনিন্দ্র হেমরম, সালানপুর ব্লক প্রেসিডেন্ট; এবং হারাধন সরেন, ব্লক ইউনিটের কোষাধ্যক্ষ। এছাড়াও ব্লকের বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের মানুষ এই ডেপুটেশনে অংশগ্রহণ করেন।