নিজস্ব প্রতিনিধি, বুধবার, ০৭ আগস্ট ২০২৪, কাঁকসা (দূর্গাপুর): পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কাঁকসার দোমরা ও পিয়ারিগঞ্জ গ্রামের মাঝে কুনুর নদীর উপর থাকা ব্রিজটি দীর্ঘ কয়েক মাস ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। ব্রিজের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে, এবং দুই ধারের অংশ বেশ কিছুটা নিচে বসে গেছে। প্রায় ৫ বছর আগে ব্রিজের দুই পাশ লোহার খাঁচা দিয়ে উঁচু করা হয়েছিল, তবে সেই জায়গাগুলো আবারও নিচে নেমে গেছে।
পানাগড়-মোড়গ্রাম রাজ্য সড়কের উপর ব্রিটিশ আমলে নির্মিত এই ব্রিজটি দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের সংযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ব্রিজে মাঝেমধ্যেই ফাটল দেখা দেয়। সাময়িকভাবে ফাটল মেরামত করে যান চলাচল চালু করা হলেও, বাসিন্দাদের দাবি অনুযায়ী, এভাবে ব্রিজটি দীর্ঘস্থায়ী সমাধান দিতে পারে না। তাই তারা স্থায়ীভাবে নতুন আরেকটি ব্রিজ নির্মাণের প্রয়োজনীয়তার কথা বলছেন।
পানাগড়-মোড়গ্রাম রাজ্য সড়কের এই ব্রিজ দিয়ে প্রতিদিনই ভারী যানবাহন চলাচল করে। পানাগড় থেকে বীরভূম ও উত্তরবঙ্গগামী যাত্রীবাহী বাসও এই ব্রিজ ব্যবহার করে। তবে ব্রিজের বর্তমান জরাজীর্ণ অবস্থা স্থানীয়দের উদ্বেগ বাড়াচ্ছে। তাদের আশঙ্কা, যেকোনো মুহূর্তে ব্রিজটি ভেঙে পড়লে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। এর ফলে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সড়ক যোগাযোগও সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এই ব্রিজ দিয়ে যাতায়াত করা বাস চালকদের মতে, দীর্ঘদিন ধরে তারা ব্রিজটির ওপর দিয়ে বাস চালাচ্ছেন, তবে এর বেহাল অবস্থার কারণে গাড়ির ক্ষতি হচ্ছে। প্রায়ই গাড়ি বিকল হয়ে ব্রিজের ওপর আটকে যায়, যার ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বাস চালক এবং স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন, যাতে নতুন আরেকটি ব্রিজ তৈরি করা সম্ভব হয়।
গলসি বিধানসভার বিধায়ক নেপাল ঘোড়ুই জানিয়েছেন, ব্রিজের বেহাল অবস্থার খবর পেয়ে তিনি ইতিমধ্যে পূর্ত দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনা করেছেন। তিনি জানান, আগামী দু-এক দিনের মধ্যেই ব্রিজ সংস্কারের কাজ শুরু হবে। বুধবার, ব্রিজের অবস্থার পর্যালোচনা করতে পূর্ত দপ্তরের একটি দল সরেজমিনে পরিদর্শনে আসে। যদিও তারা ক্যামেরার সামনে কিছু বলতে চাননি, তবে জানিয়েছেন, বৃহস্পতিবার থেকেই ব্রিজ মেরামতের কাজ শুরু করা হবে।