পাপাই সরকার, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, বর্ধমান: আর. জি. কর কাণ্ডের আবহে নারী-নিরাপত্তা নিয়ে আবারও জোরাল সওয়াল উঠছে। সামনেই পুজোর মরসুম। কোনওভাবেই নারী নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়, সেদিকে বিশেষ নজর পূর্ব বর্ধমান জেলা পুলিশের। পুজোর সময় নারীদের জন্য বিশেষ নিরাপত্তার কথা মাথায় রেখে জেলা পুলিশের তরফে বিশেষ মোবাইল পেট্রোলিং ভ্যান চালু করা হলো যার নাম ‘পিঙ্ক মোবাইল’।
গোলাপি রঙে সাজানো এই ‘পিঙ্ক মোবাইল’ এবারের পূজোয় শহর সহ বিভিন্ন এলাকায় টহল দেবে। পিঙ্ক ভ্যানে থাকবেন একজন মহিলা পুলিশ অফিসার সহ কয়েকজন মহিলা পুলিশ কনস্টেবল। মূলত এই ‘পিঙ্ক মোবাইল’ মহিলাদের সুরক্ষিত রাখতে বিভিন্ন এলাকায় পৌঁছে যাবে।
ইতিমধ্যে জেলার মহিলাদের নিরাপত্তার জন্য বিশেষ মহিলা বাইক বাহিনী রয়েছে। অতিরিক্ত ভাবে এই ভ্যান হাতে আসায় মহিলা নিরাপত্তায় আরো একধাপ এগিয়ে গেল পূর্ব বর্ধমান জেলা পুলিশ বলে জানান মহিলা থানার ভারপ্রাপ্ত আইসি কবিতা দাস ও মহিলা থানার ইন্সপেক্টর ডিআইবি পায়েল সরকার। শনিবার এই সুসজ্জিত ‘পিঙ্ক মোবাইল’ ভ্যানের উদ্বোধন করা হলো বর্ধমান মহিলা থানার সামনে।