সোমবার, অক্টোবর 14, 2024
হোমপশ্চিম বর্ধমানরানীগঞ্জরানীগঞ্জে চিকিৎসক ও সাধারণ নাগরিকদের প্রতিবাদ

রানীগঞ্জে চিকিৎসক ও সাধারণ নাগরিকদের প্রতিবাদ

রানীগঞ্জে চিকিৎসক ও নাগরিকদের মিছিল, আরজিকর হাসপাতালে চিকিৎসকের হত্যা ও ধর্ষণের প্রতিবাদে। দোষীদের শাস্তির দাবি, মহিলাদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান।

- Advertisement -

নিজস্ব প্রতিনিধি, বুধবার, ১৪ আগস্ট ২০২৪, রানীগঞ্জ: রানীগঞ্জের রাজপথে নামল এলাকার চিকিৎসক ও সাধারণ নাগরিকরা। তারা একত্রিত হয়ে রানীগঞ্জের রামবাগান মোড় থেকে নেতাজি স্ট্যাচু পর্যন্ত মিছিল করে। মিছিলের মূল বিষয় ছিল আরজিকর হাসপাতালে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা এবং সেই ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ।

তারা দাবি জানায়, মূল অভিযুক্তদের অবিলম্বে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। চিকিৎসকরা তাদের বক্তব্যে উল্লেখ করেন, এই ঘটনার ওপর জোর করে পর্দা ফেলার চেষ্টা চলছে, যা কখনোই মেনে নেওয়া হবে না। তারা আরও বলেন, মহিলাদের নিরাপত্তা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে যখন তাদের রাতে কর্মস্থলে যেতে হয়।

- Advertisement -

মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে দুষ্কৃতিদের দমন করতে হবে কঠোর হাতে, এমনটাই দাবি রানীগঞ্জের চিকিৎসক ও সাধারণ নাগরিকদের। তারা আজকের ধর্মঘট করছেন জরুরি পরিষেবা চালু রেখে, যাতে রোগীরা কোনোভাবেই গুরুত্বপূর্ণ সেবা থেকে বঞ্চিত না হন।

চিকিৎসকরা জানান, এই আন্দোলন শুধু রানীগঞ্জেই সীমাবদ্ধ থাকবে না, বরং লাগাতার চলবে। বুধবার রাতে রানীগঞ্জের নেতাজি স্ট্যাচু এলাকায় মোমবাতি মিছিলের মাধ্যমে বিশাল সংখ্যক মহিলাসহ চিকিৎসক ও বিভিন্ন সংগঠন প্রতিবাদ জানাবেন। তারা আরও জানান, উপযুক্ত বিচার না হলে তারা আরজিকর মেডিকেল হাসপাতালে বিক্ষোভ দেখাতে প্রস্তুত।

- Advertisement -
Sk Sahiluddin
Sk Sahiluddinhttps://www.postbardhaman.com
Sk Sahiluddin একজন অভিজ্ঞ সাংবাদিক যিনি বৈশ্বিক দর্শকদের কাছে সঠিক ও প্রভাবশালী সংবাদ উপস্থাপনের জন্য নিবেদিত। পোষ্ট বর্ধমানের সম্পাদক হিসেবে, তিনি সম্পাদকীয় দিকনির্দেশনা গঠনে এবং সর্বোচ্চ সাংবাদিকতার মান বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
আরও পড়ুন
- Advertisment -

জনপ্রিয় খবর