নিজস্ব প্রতিনিধি, শনিবার, ১৭ আগস্ট ২০২৪, আসানসোল: ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ) শনিবার কলকাতার আরজি কর হাসপাতালের এক নারী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সারা দেশে ২৪ ঘণ্টা আউটডোর (ওপিডি) পরিষেবা বন্ধ রাখার আহ্বান জানিয়েছে। তবে জরুরি পরিষেবাগুলি চালু থাকবে। এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন আসানসোল জেলা হাসপাতালের চিকিৎসকরা।
আসানসোল জেলা হাসপাতালের সুপার ডাঃ নিখিল চন্দ্র দাস জানান, “ওপিডি বন্ধ রয়েছে, সেখানে চিকিৎসকরা বসেননি। তবে জরুরি বিভাগে পরিষেবা চালু রয়েছে এবং রোগীদের কোনো সমস্যায় পড়তে দেওয়া হচ্ছে না। এমারজেন্সি বিভাগে চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীর সংখ্যা বাড়ানো হয়েছে।”
এদিন আসানসোল জেলা হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডাঃ ইন্দ্রজিৎ মোহান্তি জানান, “ওপিডি বন্ধ থাকলেও জরুরি পরিষেবা চালু রয়েছে। সাধারণ মানুষের যাতে কোনো সমস্যা না হয়, সেদিকে নজর রাখা হয়েছে।” তিনি আরজি করের ঘটনার নিন্দা জানিয়ে আরও বলেন, “চিকিৎসকরা কারোর শত্রু নয়, আমরাও সমাজের একটি অংশ।”
ওপিডি বন্ধ থাকলেও এদিন অনেক মানুষ আসানসোল জেলা হাসপাতালে এসেছিলেন, যাদের ফিরে যেতে হয়। একজন রোগীর সঙ্গে কথা বললে তিনি জানান, “আমি আজ চোখের চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে এসেছিলাম, কিন্তু এসে জানতে পারি ওপিডি বন্ধ। তাই বাড়ি ফিরে যাচ্ছি।”
আইএমএর ডাকে সাড়া দিয়ে আসানসোল শহর ও শিল্পাঞ্চলের অন্যান্য সরকারি ও বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমের চিকিৎসকরা আউটডোর পরিষেবা বন্ধ রাখেন। অনেক চিকিৎসক তাদের প্রাইভেট চেম্বারও বন্ধ রেখেছেন।