পাপাই সরকার, বুধবার, ০৪ সেপ্টেম্বর ২০২৪, বর্ধমান: নাগরিক স্বাচ্ছন্দের উদ্দেশ্যে বুধবার বিকেলে বর্ধমান পৌরসভার পক্ষ থেকে একটি বিশেষ হললা গাড়ি ছাড়া হল, যা শহর বর্ধমানের বিভিন্ন প্রান্তে ঘুরবে। বিশেষ করে বি. সি. রোড, জি. টি. রোড সহ তেঁতুলতলা বাজারে ঘুরবে বলে জানা গেছে। এদিন এই হললা গাড়ির শুভ উদ্বোধন করেন পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার ও বিধায়ক খোকন দাস। এছাড়াও উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন পৌরসভার আধিকারিক তাপস মাকড় সহ অন্যান্যরা পৌরসভার কর্মীরা।
মূলত যে সমস্ত ব্যবসাদার রাস্তার উপরে দখল করে মালপত্র রেখে ব্যবসা করছে সেই সমস্ত ব্যবসাদারদের বোঝানো হবে। এছাড়া যে সমস্ত জায়গায় রাস্তার পাশে যানবাহন রাখার ফলে যানজটের সৃষ্টি হচ্ছে সেই সমস্ত জায়গাগুলি দিয়ে এই হল্লাগাড়ি যাবে। পুলিশ প্রশাসনের কর্মীরা এই হল্লাগাড়িতে উপস্থিত থাকবে। বৃহত্তর নাগরিক স্বাচ্ছন্দের জন্য এই পরিষেবা চালু করা হলো বলে পৌরসভার পক্ষ থেকে জানা গেছে।