পাপাই সরকার, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, বর্ধমান: বর্ধমান থানা ও পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে এবং বেসরকারি নার্সিংহোমের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো শুক্রবার উদয়চাঁদ গ্ৰন্থাগারে। এই স্বাস্থ্য শিবিরকে উৎসাহিত করতে উপস্থিত হয়েছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জী, ডিএসপি অতনু ঘোষাল, আই.সি. দিবেন্দু দাস, ইন্সপেক্টর পারভেজ হাসান, কুনাল বিশ্বাস।
থানার উদ্যোগে বিনামূল্যে এই স্বাস্থ্য শিবিরে গাইনোক্লোজিস্ট, প্রেড্রিয়োটিক, জেনারেল মেডিসিন এবং আই(চক্ষু) বিষয়ে পরীক্ষা হয়। প্রায় ৭০ জনের বেশি সাধারণ মানুষ শিবির থেকে স্বাস্থ্য পরীক্ষার সুবিধা পেয়েছেন বলে থানা সূত্রে জানা গেছে। পুলিশের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা হওয়ায় খুশি আগত সকলেই।
এদিন অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জী বলেন, “পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক কাজও করে। এই স্বাস্থ্য শিবির থেকে যেমন বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাওয়া যাচ্ছে, তেমনই পুলিশের সঙ্গে সাধারণ মানুষের একটা সম্পর্কও তৈরী হচ্ছে। ইতিমধ্যে জেলার বিভিন্ন থানায় বিনামূল্যে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হচ্ছে”। এইরকম সামাজিক কাজে জেলা পুলিশকে সাহায্যের জন্য বেসরকারি নার্সিংহোম গুলি এগিয়ে আসছে, তার জন্য নার্সিংহোম কর্তৃপক্ষ কে ধন্যবাদ জানান তিনি।