শনিবার, অক্টোবর 12, 2024
হোমখেলাধুলাবর্ধমানের গৌতমি দাসের জোড়া সোনা জয়, রাজেন্দ্র নগরে অস্মিতা খেলো ইন্ডিয়াতে উজ্জ্বল...

বর্ধমানের গৌতমি দাসের জোড়া সোনা জয়, রাজেন্দ্র নগরে অস্মিতা খেলো ইন্ডিয়াতে উজ্জ্বল সাফল্য

- Advertisement -

নিজস্ব প্রতিনিধি, সোমবার, ২৬ আগস্ট ২০২৪, বর্ধমান: বিহারের পাটনার রাজেন্দ্র নগরিতে স্পোর্টস কমপ্লেক্সে জোড়া গোল্ড জিতলো বর্ধমান শহরের মেয়ে, সহযোদ্ধার প্রিয় ছাত্রী গৌতমি দাস। সে অস্মিতা খেলো ইন্ডিয়াতে অংশগ্রহণ করে। সেই প্রতিযোগিতার শেষে ফলাফল ঘোষণা করে যখন জানায় উদ্যোক্তারা গৌতমি দাস দুটো বিভাগেই সোনা পেয়েছে।

পশ্চিমবঙ্গ থেকে মোট ৫৫জন অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায় বলে জানান পশ্চিমবঙ্গের প্রতিযোগিতার কোচ স্বপ্না পাল। তিনি আরও বলেন এই ৫৫জনের মধ্যে বর্ধমান থেকে তিনজন সোনা জয় করেছে আর একজন সিলভার জয় করেছে।

- Advertisement -

বর্ধমান শহরের নতুন পল্লী এলাকার বাসিন্দা গৌতমি দাস জোড়া সোনা জিতে খুবিই আনন্দিত বলে জানায় সে। জেলার মুখ উজ্জ্বল করেছে গৌতমী দাস। গৌতমি আরও জানায় পড়াশোনার সাথে সাথে আগামীদিনে যোগাটাকেও এগিয়ে নিয়ে যাবার ইচ্ছা আছে তার। এই জয়ের পিছনে সবচেয়ে যে ভরসা যুগিয়েছে এবং সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে তিনি যোগা কোচ প্রীতিলতা বন্দোপাধ্যায়ের। তার অবদান রয়েছে বলে জানায় সে। এছাড়াও বাবা শ্যামল দাস, মা গিতা দাসের অবদানও রয়েছে যথেষ্ট বলে জানায় সে।

- Advertisement -
Sk Tushar
Sk Tusharhttps://www.postbardhaman.com
একজন প্রতিভাবান লেখক, যিনি পূর্ব ও পশ্চিম বর্ধমানের জন্য লেখালেখি করেন। তিনি স্থানীয় ও আন্তর্জাতিক বিষয়বস্তু নিয়ে কাজ করেন এবং পাঠকদের কাছে সঠিক ও গভীর বিশ্লেষণ সহকারে সংবাদ পরিবেশন করেন। Sk Tushar তার লেখায় তথ্যের সঠিকতা এবং প্রভাবশালী উপস্থাপনার ওপর গুরুত্ব দেন।
আরও পড়ুন
- Advertisment -

জনপ্রিয় খবর