রবিবার, অক্টোবর 13, 2024
হোমপশ্চিমবঙ্গপূর্ব বর্ধমানপূর্ব বর্ধমানে অগ্নিদগ্ন অবস্থায় গৃহবধুর দেহ উদ্ধারে গ্রেপ্তার হলো স্বামী

পূর্ব বর্ধমানে অগ্নিদগ্ন অবস্থায় গৃহবধুর দেহ উদ্ধারে গ্রেপ্তার হলো স্বামী

- Advertisement -

পাপাই সরকার, রবিবার, ২৫ আগস্ট ২০২৪, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার জামালপুরের এক গৃহবধুর অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য, ছড়িয়ে ছিলো গতকাল। খুন করা হয়েছে ওই গৃহবধূকে এমনটাই জানিয়ে ছিল প্রতিবেশীরা।

পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত সাহাপুর এলাকায়, কার্তিক ধারার বাড়িতে দাউদাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা। দেখেন অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে রয়েছে সুমিত্রা ধারা, তড়িঘড়ি এলাকাবাসীরা জল দিয়ে আগুন নেভালেও শেষ রক্ষা হয়নি, মৃত্যু হয়েছিল সুমিত্রা ধারার।

- Advertisement -

এবার সেই ঘটনায় তার স্বামীকে গ্রেফতার করল পুলিশ। স্বামী সৌমেন ধারায় খুন করে তারপর আগুন ধরে দিয়েছিল এমনই সন্দেহে তাকে গ্রেফতার করেছে জামালপুর থানার পুলিশ। রবিবার তাকে বর্ধমান আদালতে জেলা আদালতে নিয়ে যাওয়া হয়।

- Advertisement -
Sk Tushar
Sk Tusharhttps://www.postbardhaman.com
একজন প্রতিভাবান লেখক, যিনি পূর্ব ও পশ্চিম বর্ধমানের জন্য লেখালেখি করেন। তিনি স্থানীয় ও আন্তর্জাতিক বিষয়বস্তু নিয়ে কাজ করেন এবং পাঠকদের কাছে সঠিক ও গভীর বিশ্লেষণ সহকারে সংবাদ পরিবেশন করেন। Sk Tushar তার লেখায় তথ্যের সঠিকতা এবং প্রভাবশালী উপস্থাপনার ওপর গুরুত্ব দেন।
আরও পড়ুন
- Advertisment -

জনপ্রিয় খবর