রবিবার, অক্টোবর 13, 2024
হোমক্রাইমবর্ধমানে বাড়িতে গিয়ে মাহিলাকে হুমকি, কুপ্রস্তাব ও শ্লীলতাহানির অভিযোগ, গ্ৰেফতার এক

বর্ধমানে বাড়িতে গিয়ে মাহিলাকে হুমকি, কুপ্রস্তাব ও শ্লীলতাহানির অভিযোগ, গ্ৰেফতার এক

- Advertisement -

পাপাই সরকার, শনিবার, ৩১ আগস্ট ২০২৪, বর্ধমান: আর. জি. করের ঘটনা নিয়ে তোলপাড় রাজ্য থেকে রাজধানী। তারই মাঝে শহর বর্ধমানে এক মাহিলাকে বাড়িতে গিয়ে হুমকি, কুপ্রস্তাব ও শ্লীলতাহানির অভিযোগ উঠলো এক ব্যাক্তির বিরুদ্ধে। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে। ধৃতকে শনিবার পেশ করা হয় বর্ধমান জেলা আদালতে।

ঘটনাটির জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। ঐ মহিলার অভিযোগ, বর্ধমানের ছোটনীলপুর রোড এলাকার একান্ত আপন আবাসনের বাসিন্দা পেশায় ওষুধ ব্যবসায়ী কৃষানু রায় মাঝে মধ্যেই তাকে উত্যক্ত করতো, তাকে কুপ্রস্তাবও দেয়। তাতে সায় না দেওয়ায় দিন কয়েক আগে রাতে তার বাড়িতে এসে অশ্লীল গালিগালাজ করতে থাকে। তিনি ঘর থেকে বাইরে বের হতেই তার শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ।

- Advertisement -

এই ঘটনায় তিনি এবং তার পরিবার আতঙ্কিত হয়ে পড়েন। একমাত্র মেয়েকে নিয়ে রাস্তায় বের হতে ভয় পাচ্ছিলেন নির্যাতিতা। ঘটনার বিবরণ দিয়ে তিনি বর্ধমান মহিলা থানায় অভিযোগ করেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ শুক্রবার বিকেলে কৃষানু রায়কে গ্রেফতার করে। শনিবার তাকে বর্ধমান আদালতে পেশ করা হয়। ঐ মহিলার দাবি, আইন অনুযায়ী ওই ব্যক্তি যেন উপযুক্ত শাস্তি পান।

- Advertisement -
Sk Sahiluddin
Sk Sahiluddinhttps://www.postbardhaman.com
Sk Sahiluddin একজন অভিজ্ঞ সাংবাদিক যিনি বৈশ্বিক দর্শকদের কাছে সঠিক ও প্রভাবশালী সংবাদ উপস্থাপনের জন্য নিবেদিত। পোষ্ট বর্ধমানের সম্পাদক হিসেবে, তিনি সম্পাদকীয় দিকনির্দেশনা গঠনে এবং সর্বোচ্চ সাংবাদিকতার মান বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
আরও পড়ুন
- Advertisment -

জনপ্রিয় খবর