সোমবার, অক্টোবর 14, 2024
হোমপশ্চিমবঙ্গপূর্ব বর্ধমাননিয়ন্ত্রণ হারিয়ে নয়ান জুলিতে পড়ে গেল ইন্ডিয়ান পোষ্টের গাড়ি

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ান জুলিতে পড়ে গেল ইন্ডিয়ান পোষ্টের গাড়ি

- Advertisement -

পাপাই সরকার, শনিবার, ৩১ আগস্ট ২০২৪, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার মেমারিতে শনিবার নিয়ন্ত্রণ হারিয়ে নয়ান জুলিতে পড়ে গেল ইন্ডিয়ান পোষ্টের গাড়ি। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার পুরগুনা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় মেমারি মন্তেশ্বর রুটের ওপর।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সাতগেছিয়ার দিক থেকে আসছিল ডাকের গাড়িটি, মন্তেশ্বরের দিকে যাচ্ছিল এবং অপর দিক অর্থাৎ মন্তেশ্বরের দিক থেকে সাতগেছিয়ার দিকে যাচ্ছিল একটি বাইক। বাইকটি দ্রুত গতিতে থাকায় বাইকটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ওই ডাকের গাড়িটি পার্শ্ববর্তী নয়ন জুলিতে পড়ে যাই। গোটা ঘটনায় হতাহতের কোন খবর নেই।

- Advertisement -
Sk Tushar
Sk Tusharhttps://www.postbardhaman.com
একজন প্রতিভাবান লেখক, যিনি পূর্ব ও পশ্চিম বর্ধমানের জন্য লেখালেখি করেন। তিনি স্থানীয় ও আন্তর্জাতিক বিষয়বস্তু নিয়ে কাজ করেন এবং পাঠকদের কাছে সঠিক ও গভীর বিশ্লেষণ সহকারে সংবাদ পরিবেশন করেন। Sk Tushar তার লেখায় তথ্যের সঠিকতা এবং প্রভাবশালী উপস্থাপনার ওপর গুরুত্ব দেন।
আরও পড়ুন
- Advertisment -

জনপ্রিয় খবর