পাপাই সরকার, শনিবার, ৩১ আগস্ট ২০২৪, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার মেমারিতে শনিবার নিয়ন্ত্রণ হারিয়ে নয়ান জুলিতে পড়ে গেল ইন্ডিয়ান পোষ্টের গাড়ি। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার পুরগুনা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় মেমারি মন্তেশ্বর রুটের ওপর।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সাতগেছিয়ার দিক থেকে আসছিল ডাকের গাড়িটি, মন্তেশ্বরের দিকে যাচ্ছিল এবং অপর দিক অর্থাৎ মন্তেশ্বরের দিক থেকে সাতগেছিয়ার দিকে যাচ্ছিল একটি বাইক। বাইকটি দ্রুত গতিতে থাকায় বাইকটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ওই ডাকের গাড়িটি পার্শ্ববর্তী নয়ন জুলিতে পড়ে যাই। গোটা ঘটনায় হতাহতের কোন খবর নেই।