পোষ্ট বর্ধমান ওয়েবডেস্ক, রবিবার, ২৬ মে ২০২৪, কলকাতা: গৌতম গম্ভীর চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে ফাইনালে তুলেছেন, যা ভারতীয় ক্রিকেট বোর্ডকে সন্তুষ্ট করেছে। রাহুল দ্রাবিড় ইতিমধ্যে ঘোষণা করেছেন যে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কোচের দায়িত্বে থাকবেন না। এখন প্রশ্ন উঠছে, গম্ভীর কি সেই দায়িত্ব পাবেন? কেকেআরের মেন্টর এই বিষয়ে দোটানায় রয়েছেন, এবং দলের মালিক শাহরুখ খান এই সিদ্ধান্তে বড় ভূমিকা পালন করছেন।
সংবাদপত্র ‘দৈনিক জাগরণ’-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ২৭ মে, অর্থাৎ আইপিএলের ফাইনালের পরের দিন, গৌতম গম্ভীর ভারতীয় ক্রিকেট বোর্ডের কয়েকজন কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করবেন। ভারতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব গম্ভীরের ভালো লেগেছে এবং তিনি এই দায়িত্ব নিতে প্রস্তুত। তবে নতুন দায়িত্ব নেওয়ার আগে তাঁকে দলের মালিক শাহরুখ খানকে রাজি করাতে হবে।
রিপোর্ট অনুযায়ী, চলতি বছর আইপিএলের আগে কেকেআরের মেন্টর হওয়ার জন্য গম্ভীরকে ব্ল্যাঙ্ক চেক দেওয়া হয়েছিল। অর্থাৎ, গম্ভীর নিজেই তাঁর পারিশ্রমিক নির্ধারণ করার স্বাধীনতা পেয়েছিলেন। শাহরুখ খান গম্ভীরকে এক বা দুই বছরের জন্য নয়, পুরো ১০ বছরের জন্য কেকেআরের মেন্টর হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। এই প্রস্তাবে, আগামী ১০ বছর দলের পরিচালনা ও নীল নকশা তৈরির দায়িত্ব গম্ভীরের হাতে তুলে দেওয়া হয়েছিল।
এই পরিস্থিতিতে যদি গম্ভীর ভারতীয় দলের কোচ হন, তাহলে তিনি আর আইপিএলে কেকেআরের মেন্টরের দায়িত্ব পালন করতে পারবেন না। অর্থাৎ, মাত্র এক বছরের জন্য কেকেআরের মেন্টর হওয়ার পরই তাঁকে দায়িত্ব ছাড়তে হবে। এতে কি রাজি হবেন শাহরুখ? এই প্রশ্নটাই এখন উঠছে।