নিজস্ব প্রতিনিধি, সোমবার, ১৯ আগস্ট ২০২৪, বর্ধমান: আর জি কর কাণ্ড নিয়ে পুরো দেশজুড়ে চলছে তোলপাড়। যদিও এখন পর্যন্ত একজন সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে, পুলিশ এবং সিবিআই এখনো বাকি অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি। সময়ের সঙ্গে সঙ্গে অপরাধীদের গ্রেপ্তার এবং সঠিক বিচারের দাবিতে আন্দোলন আরও জোরদার হচ্ছে।
রবিবার রাতে বর্ধমানে মোহনবাগান ও ইস্টবেঙ্গল সমর্থকরা এই দাবিতে কার্জন গেট থেকে পারবীরহাটা ঘড়ি মোড় পর্যন্ত একটি মিছিল সংগঠিত করেন। এমনকি, রাখী বন্ধনের দিন সোমবারও উঠে আসে আর জি কর কাণ্ডের প্রসঙ্গ। বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে সোমবার একটি ভিন্ন চিত্রও দেখা যায়, যেখানে আর জি কর কাণ্ডের প্রতিক্রিয়া স্পষ্টভাবে লক্ষ্য করা যায়।
সোমবার বর্ধমান হাসপাতালে জুনিয়র ডাক্তাররা কর্তব্যরত সিভিক ভলান্টিয়ার ও পুলিশের হাতে রাখী পরিয়ে দিলেন। তাঁদের মতে, এই লড়াইয়ে সকলের সংহতি ও বন্ধন গড়ে তোলাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। তবে এই রাখী ছিল কালো রঙের, যা আর জি কর কাণ্ডের প্রতীকী প্রতিবাদ হিসেবে ব্যবহৃত হয়।
জুনিয়র ডাক্তারদের বক্তব্য, আর জি করের ঘটনায় সমাজ এখন গভীর অন্ধকারে নিমজ্জিত, আর সেই অন্ধকারকে প্রতিফলিত করতেই তাঁরা এই কালো রাখী ব্যবহার করেন। রাখীতে তিলোত্তমার প্রতীকী ছবি যুক্ত ছিল। নারী সুরক্ষা ও নিরাপত্তার দাবিতে এবং অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই ও সম্পর্কের বন্ধন দৃঢ় করতে রাখীবন্ধনের মাধ্যমে তাঁরা প্রতিবাদ জানান। পাশাপাশি, তিলোত্তমার বিচার চেয়ে এবং তাঁর প্রতীকী ছবি সম্বলিত রাখী রোগীর আত্মীয় ও পরিজনদের হাতেও বেঁধে দিয়ে সৌভাতৃত্বের বার্তা ছড়িয়ে দেন জুনিয়র ডাক্তাররা।