পাপাই সরকার, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার মেমারীর গোপ গন্তার পঞ্চায়েতের অন্তর্গত ডিহি মগরাতে মালপাহাড়িয়া সমাজের উদ্যোগে করম পূজো পালিত হল শুক্রবার রাত নাগাদ। মূলত প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে তাদের এই উৎসবের মূল উদ্দেশ্য।
মালপাহাড়িয়া সম্প্রদায়ের মানুষজন সকাল সন্ধ্যা এই উৎসবের রীতি পালন করেন। পাশাপাশি সান্ধ্যকালীন একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন, যেখানে মালপাহাড়িয়া সম্প্রদায়ের মেয়েরা দলবদ্ধভাবে রীতি পালনের পাশাপাশি বিশেষ নৃত্যে অংশ নেন। অনুষ্ঠান থেকে সরকারি সুবিধা পাওয়ার আর্জি জানান মালপাহাড়িয়া সম্প্রদায়ের মানুষজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান সংগঠনের সদস্য মাধব পুঝর, মেমারি কমিটির সদস্য সুনীল রায়, বচন পুঝর, সদস্যা পুতুল ও শম্পা পুঝর সহ সকল সদস্য ও আরও অনেকে।