সোমবার, অক্টোবর 14, 2024
হোমপশ্চিম বর্ধমানদুর্গাপুরদুর্গাপুরে আবার বন্ধের মুখে কুমারমঙ্গলম পার্ক

দুর্গাপুরে আবার বন্ধের মুখে কুমারমঙ্গলম পার্ক

চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ১ জুন থেকে আবার বন্ধ হবে কুমারমঙ্গলম পার্ক। ডিএসপি দ্রুত নতুন টেন্ডার আহ্বান করে পার্ক পুনরায় চালু করার পরিকল্পনা করেছে।

- Advertisement -

নিজস্ব প্রতিনিধি, সোমবার, ২৭ মে ২০২৪, দুর্গাপুর: ডিএসপি টাউনশিপের কুমারমঙ্গলম পার্ক আবার বন্ধ হওয়ার পথে। ডিএসপি সূত্রে জানা গেছে, পার্ক পরিচালনার দায়িত্বে থাকা বেসরকারি সংস্থাটি চুক্তির পুনর্নবীকরণ করতে না চাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। ডিএসপির মুখ্য জনসংযোগ আধিকারিক বেদবন্ধু রায় জানিয়েছেন, নতুন সংস্থাকে দায়িত্ব দিতে ফের টেন্ডার আহ্বান করা হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটের দশকের মাঝামাঝি সময়ে ডিএসপি কর্তৃপক্ষ টাউনশিপের কেন্দ্রে প্রায় ৮০ একর জায়গায় একটি বিশাল লেককে কেন্দ্র করে পার্কটি গড়ে তোলেন। পার্কটির নামকরণ করা হয় দেশের প্রথম ইস্পাত মন্ত্রী মোহন কুমারমঙ্গলমের নামে। পার্কের বিশেষ আকর্ষণ ছিল ‘মিউজ়িক্যাল ফাউন্টেন’। দুর্গাপুর ছাড়াও আশপাশের জেলা থেকে দর্শনার্থীরা এখানে আসতেন। নব্বই দশকের গোড়ায় ডিএসপি’র আর্থিক সঙ্কট দেখা দিলে ১৯৯৪ সালে পার্কটি বন্ধ হয়ে যায়। পরে, ২০০৬ সালে ডিএসপি পার্কটি পুনরায় চালু করার উদ্যোগ নেয় এবং পার্কের দেখভালের দায়িত্ব একটি বেসরকারি সংস্থাকে দেওয়া হয়।

- Advertisement -

কয়েক বছর পরে চুক্তি নিয়ে সমস্যা হওয়ায় ডিএসপি কর্তৃপক্ষ ওই সংস্থার বিরুদ্ধে আদালতে মামলা করেন। আদালতের প্রাথমিক রায় ডিএসপি’র পক্ষে যাওয়ায়, ডিএসপি জলের লাইন ও বিদ্যুতের সংযোগ ছিন্ন করে দেয়, ফলে বন্ধ হয়ে যায় মিউজ়িক্যাল ফাউন্টেন। তারপর থেকে বেসরকারি সংস্থাটি জল কিনে এবং বিদ্যুতের বিকল্প ব্যবস্থা করে পার্ক ও রেস্তোরাঁ চালাতে শুরু করে। শেষ পর্যন্ত ২০২০ সালের মার্চে আসানসোল জেলা আদালতের নির্দেশে পুলিশ ও প্রশাসনের সহযোগিতায় ডিএসপি পার্কের দখল ফিরিয়ে নেয়। পার্কে ঢোকা-বেরোনোর সব গেট, অফিস ঘর এবং রেস্তোরাঁ সিল করে দেওয়া হয়।

কিছু দিনের মধ্যেই পার্কের লোহার রেলিংয়ে মরচে ধরে যায় এবং দু-এক জায়গায় রেলিং ভেঙে যায়। সেই ফাঁক গলে গবাদি পশু পার্কের ভিতরে ঢুকে পড়ত। আগাছার জঙ্গলে চারদিক ভরে যায়। বছর তিনেক পরে টেন্ডারের মাধ্যমে একটি বেসরকারি সংস্থা পার্ক পরিচালনার দায়িত্ব পায় এবং ২০২২ সালের ডিসেম্বরে প্রায় তিন বছর বন্ধ থাকার পর পার্কটি আবার খুলে যায়। তবে পার্কের প্রবেশ মূল্য ৮০ টাকা করায় সমালোচনার মুখে পড়ে সংস্থাটি। শহরবাসীর একাংশের দাবি, প্রবেশ মূল্য বেশি হওয়ায় পার্কে আগের মতো ভিড় হচ্ছিল না।

- Advertisement -

বেসরকারি সংস্থার সূত্রে জানা গেছে, আর্থিক কারণে তারা পার্কটি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসপি সূত্রে জানা গেছে, ৩১ মে চুক্তির মেয়াদ শেষ হবে, তাই আপাতত ১ জুন থেকে পার্কটি আবার বন্ধ হয়ে যাবে। তবে আগের মতো দীর্ঘদিন পার্ক বন্ধ থাকবে না। ডিএসপির মুখ্য জনসংযোগ আধিকারিক বেদবন্ধু রায় জানিয়েছেন, “দ্রুত টেন্ডার ডেকে নতুন সংস্থাকে দায়িত্ব দিয়ে কুমারমঙ্গলম পার্ক ফের চালু করা হবে।”

- Advertisement -
Sk Sahiluddin
Sk Sahiluddinhttps://www.postbardhaman.com
Sk Sahiluddin একজন অভিজ্ঞ সাংবাদিক যিনি বৈশ্বিক দর্শকদের কাছে সঠিক ও প্রভাবশালী সংবাদ উপস্থাপনের জন্য নিবেদিত। পোষ্ট বর্ধমানের সম্পাদক হিসেবে, তিনি সম্পাদকীয় দিকনির্দেশনা গঠনে এবং সর্বোচ্চ সাংবাদিকতার মান বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
আরও পড়ুন
- Advertisment -

জনপ্রিয় খবর