শনিবার, অক্টোবর 12, 2024
হোমপশ্চিম বর্ধমানআসানসোলপানীয় জল সমস্যা এবং রাস্তা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা, আসানসোলে মেয়র বিধান...

পানীয় জল সমস্যা এবং রাস্তা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা, আসানসোলে মেয়র বিধান উপাধ্যায়ের উপস্থিতিতে এমআইসি বৈঠক

কুলটির পানীয় জল সমস্যা নিয়ে বিজেপির অভিযোগ ভিত্তিহীন, বললেন মেয়র। আসানসোল পুরনিগমের ১০৬টি ওয়ার্ডে উন্নয়ন এবং নাগরিক পরিষেবা নিয়ে আলোচনা।

- Advertisement -

নিজস্ব প্রতিনিধি, শনিবার, ১৫ জুন ২০২৪, আসানসোল: আসানসোল পুরনিগমের ১০৬টি ওয়ার্ডের সামগ্রিক উন্নয়ন নিয়ে শনিবার আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ (এমআইসি) বৈঠক অনুষ্ঠিত হয়। মেয়র বিধান উপাধ্যায়ের চেম্বারে এই বৈঠকে মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন দুই ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও ওয়াসিমুল হক, চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, পুর কমিশনার রাজু মিশ্র, এবং মেয়র পারিষদ গুরুদাস (রকেট) চট্টোপাধ্যায় সহ অন্যান্য মেয়র পারিষদ ও পুরনিগমের কর্মকর্তারা।

বৈঠক শেষে সাংবাদিকদের মেয়র বিধান উপাধ্যায় জানান, আজকের বৈঠকে আসানসোল পুরনিগমের ১০৬টি ওয়ার্ডে উন্নয়ন কাজ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পুরবাসীদের আরো ভালো নাগরিক পরিষেবা দেওয়ার উপায় নিয়ে আলোচনা করা হয়েছে। তিনি জানান, পরবর্তী বোর্ড মিটিংয়ে এসব সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে কাউন্সিলারদের জানানো হবে।

- Advertisement -

পানীয় জলের সমস্যার বিষয়ে মেয়র উপাধ্যায় বলেন, “আসানসোলে বিদ্যুৎ দফতরের কাজ চলার কারণে অনেক এলাকায় রাস্তা খোঁড়া হচ্ছে, যা পানির পাইপলাইন নষ্ট করে দিচ্ছে। এ কারণে জল সরবরাহে সমস্যা হচ্ছে। বিদ্যুৎ বিভাগের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হয়েছে এবং আমি তাদের আধিকারিকদের সঙ্গে কথা বলেছি”। আসানসোল জেলা হাসপাতালের সামনে এসবি গরাই রোডের খারাপ অবস্থার প্রসঙ্গে তিনি জানান, “ঐ রাস্তায় বিদ্যুৎ দফতরের কিছু কাজ চলছে যার ফলে রাস্তা খোঁড়া হয়েছে”।

অন্যদিকে, কুলটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কুলটি পুর এলাকার বেশ কিছু ওয়ার্ডে গত কয়েক দিন ধরে পানীয় জল সরবরাহে সমস্যা দেখা দিয়েছে। এ বিষয়ে আসানসোল পুরনিগমের বিরোধী দলনেত্রী বিজেপি কাউন্সিলার চৈতালি তেওয়ারি, কুলটির বিজেপি বিধায়ক ডাঃ অজয় পোদ্দার এবং স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন যে, লোকসভা নির্বাচনে পিছিয়ে পড়ার কারণে পানীয় জল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।

- Advertisement -

এই অভিযোগ সম্পর্কে মেয়র বলেন, “এটা সম্পূর্ণ ভিত্তিহীন। আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী লিড না পেলেও সেখান থেকে এমন কোনো অভিযোগ আসছে না। যারা এসব কথা বলছেন, তারা শুধু মিডিয়ায় খবরে ভেসে থাকার জন্য এসব বলছেন।”

- Advertisement -
Sk Sahiluddin
Sk Sahiluddinhttps://www.postbardhaman.com
Sk Sahiluddin একজন অভিজ্ঞ সাংবাদিক যিনি বৈশ্বিক দর্শকদের কাছে সঠিক ও প্রভাবশালী সংবাদ উপস্থাপনের জন্য নিবেদিত। পোষ্ট বর্ধমানের সম্পাদক হিসেবে, তিনি সম্পাদকীয় দিকনির্দেশনা গঠনে এবং সর্বোচ্চ সাংবাদিকতার মান বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
আরও পড়ুন
- Advertisment -

জনপ্রিয় খবর