পাপাই সরকার, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, পূর্ব বর্ধমান: ডিভিসি জল ছাড়ার কারণে চোখ রাঙাচ্ছে দামোদর নদ, প্লাবিত হয়েছে একাধিক গ্রাম, শত শত বিঘের ফসল কার্যত জলের তলায়। ঘরবাড়ি ছেড়ে অনেকেই আশ্রয় নিতে বাধ্য হয়েছেন এলাকার রিলিফ ক্যাম্পে।
পরিস্থিতি এতটাই ভয়াবহ যে বৃহস্পতিবার দুপুর নাগাদ ওই বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। এছাড়াও সাথে ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জী, জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, স্থানীয় বিধায়ক অলক কুমার মাঝি ছাড়াও প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিরা। সমস্ত এলাকা ঘুরিয়ে দেখালেন জামালপুরের তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি মেহমুদ খান।