নিজস্ব প্রতিনিধি, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪, আসানসোল: আসানসোল শহরে মধ্যরাতে এক হোটেল ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ উঠেছে দুই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতির বিরুদ্ধে। বুধবার রাত তিনটার সময় আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত হিলভিউ এলাকার বাসিন্দা হোটেল ব্যবসায়ী মনিন্দর কুন্দ্রার বাড়িতে এই ঘটনাটি ঘটে। হামলার সম্পূর্ণ ঘটনাটি সিসি ক্যামেরায় ধরা পড়েছে, যা তদন্তের জন্য গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে।
বৃহস্পতিবার সকালে, ব্যবসায়ীর তরফে দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং তদন্ত শুরু করে। প্রাথমিক তথ্য অনুযায়ী, দুই দুষ্কৃতি বাড়ির বাইরে থেকে মদের বোতল ছুঁড়ে ফেলে, যার ফলে ব্যবসায়ীর বাড়ি এবং গাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। পুলিশ বর্তমানে অভিযুক্তদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং ঘটনার কারণ অনুসন্ধান করছে।
এই ঘটনার বিষয়ে ব্যবসায়ী মনিন্দর কুন্দ্রা জানান, “রাত তিনটার দিকে দুই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতি একটি গাড়ি নিয়ে আমার বাড়ির সামনে আসে। গাড়ি থেকে নেমে তারা মদের বোতল ভেঙে আমার বাড়িতে ছুঁড়ে ফেলে, যার ফলে আমার বাড়ি এবং গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এক দুষ্কৃতির মাথায় হেলমেট ছিল এবং অন্যজনের মুখ রুমালে ঢাকা ছিল।”
তিনি আরও বলেন, “সকালে আসানসোল দক্ষিণ থানায় খবর দেওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। তবে, ঠিক কী কারণে এই হামলা হয়েছে, সে বিষয়ে আমি নিশ্চিত নই।”
এই হামলার কারণে ব্যবসায়ীর পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েছেন, পাশাপাশি পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ পাওয়ার পর তারা তদন্ত শুরু করেছে এবং ব্যবসায়ীর সঙ্গে কথা বলে ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা করা হচ্ছে।