সোমবার, অক্টোবর 14, 2024
হোমপশ্চিম বর্ধমানরানীগঞ্জরানীগঞ্জে শুভদর্শনী মাল্টি স্পেশালিটি হাসপাতালের উদ্বোধনে সাংসদ

রানীগঞ্জে শুভদর্শনী মাল্টি স্পেশালিটি হাসপাতালের উদ্বোধনে সাংসদ

রানিগঞ্জে ২০০ শয্যার নতুন হাসপাতালটি শীঘ্রই ৩৫০ শয্যায় উন্নীত হবে, যেখানে ক্রিটিক্যাল কেয়ারসহ স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে।

- Advertisement -

নিজস্ব প্রতিনিধি, সোমবার, ১৯ আগস্ট ২০২৪, রানীগঞ্জ: দীর্ঘ প্রতীক্ষার পর, অবশেষে খনি শহর রানীগঞ্জে চালু হলো মাল্টি স্পেশালিটি হাসপাতাল। ২০০ শয্যাবিশিষ্ট এই হাসপাতালটি গড়ে উঠেছে রানীগঞ্জের মঙ্গলপুর শিল্প তালুকের পাশেই, ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে রানীগঞ্জ স্কয়ারের মধ্যে। সোমবার রাখি বন্ধনের দিনে, শুভদর্শনী মাল্টি স্পেশালিটি হাসপাতালের উদ্বোধন করেন আসানসোল লোকসভা কেন্দ্রের সাংসদ ও বিশিষ্ট চিত্রতারকা শত্রুঘ্ন সিনহা।

জাতীয় সড়কের ধারে অবস্থিত এই হাসপাতালটি ২৪ ঘন্টা খোলা থাকবে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, এখানে বিশেষ ক্রিটিকাল কেয়ার ইউনিটসহ চিকিৎসা জগতের সমস্ত জটিল পদ্ধতি একই ছাদের নিচে পাওয়া যাবে। জাতীয় সড়কের দুর্ঘটনা প্রবণ এলাকায় অবস্থিত হওয়ায়, দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা দেওয়ার জন্যও বিশেষ পরিকাঠামো থাকবে।

- Advertisement -

সোমবার উদ্বোধনের দিন, আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহার হাতে শিলালিপি উন্মোচন, ফিতে কেটে দ্বারোদ্ঘাটন এবং প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুভদর্শনী হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই অনুষ্ঠানে বারাবনির বিধায়ক ও আসানসোল কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায়, জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কবি দত্ত, এবং শুভদর্শিনী হাসপাতালের ডিরেক্টর শান্তি স্বরূপ পারহি, রতিকান্ত রাউত, ম. গায়ত্রী পারহি ও লক্ষ্মীপ্রিয়া প্রুষ্টি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে শত্রুঘ্ন সিনহা জানান, দীর্ঘদিন ধরেই তিনি স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্য বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করেছেন। এবার রানীগঞ্জে নতুন একটি মাল্টি স্পেশালিটি হাসপাতাল গড়ে ওঠায়, রানীগঞ্জ ও আশেপাশের মানুষের জন্য স্বাস্থ্যসেবার সুযোগ আরও বাড়বে বলে তিনি আশাবাদী। এছাড়া, তিনি স্বাস্থ্য ক্ষেত্রে তার অবদান এবং এলাকার চিকিৎসা পরিষেবা উন্নত করার জন্য ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোকপাত করেন। তিনি আরও জানান, এলাকায় চিকিৎসা শিক্ষার প্রসারের জন্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগও তিনি নেবেন।

- Advertisement -

শত্রুঘ্ন সিনহার এই প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার করেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কবি দত্ত। অনুষ্ঠানের অংশ হিসেবে, শুভদর্শনী মাল্টি স্পেশালিটি হাসপাতালের উদ্যোগে একটি রক্তদান শিবিরও আয়োজিত হয়, যেখানে আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাংক রক্ত সংগ্রহ করে। এছাড়া, অন্ডালের একটি অনাথ আশ্রমের শিশুদের জন্য বিভিন্ন পড়াশোনার সামগ্রী ও উপহার তুলে দেন হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে শুভদর্শনী হাসপাতালের সহ-সভাপতি রনি মুখার্জি জানান, বর্তমানে ২০০ শয্যাবিশিষ্ট এই হাসপাতালটি ভবিষ্যতে ৩৫০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এতে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটসহ সমস্ত আধুনিক চিকিৎসা সুবিধা একই ছাদের নিচে পাওয়া যাবে। তিনি আরও জানান, খুব শিগগিরই এই হাসপাতালে স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে চিকিৎসা পরিষেবা দেওয়ার ব্যবস্থাও চালু করা হবে।

- Advertisement -
Sk Sahiluddin
Sk Sahiluddinhttps://www.postbardhaman.com
Sk Sahiluddin একজন অভিজ্ঞ সাংবাদিক যিনি বৈশ্বিক দর্শকদের কাছে সঠিক ও প্রভাবশালী সংবাদ উপস্থাপনের জন্য নিবেদিত। পোষ্ট বর্ধমানের সম্পাদক হিসেবে, তিনি সম্পাদকীয় দিকনির্দেশনা গঠনে এবং সর্বোচ্চ সাংবাদিকতার মান বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
আরও পড়ুন
- Advertisment -

জনপ্রিয় খবর