নিজস্ব প্রতিনিধি, মঙ্গলবার, ২৭ আগস্ট ২০২৪, বর্ধমান: ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ -এর ডাকে নবান্ন অভিযান। আর সেই নবান্ন অভিযান কে কেন্দ্র করে কার্যত পুলিশি নিরাপত্তার কড়াকড়ি নবান্ন ও তার সংলগ্ন এলাকায়। মোতায়েন করা হয়েছে র্যাফ, কমব্যাট ফোর্স। ইতিমধ্যেই নবান্ন অভিযান কে বেআইনি বলেছে রাজ্য পুলিশ।
‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ নামে একটি সংগঠনের আহ্বানে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক। রাজ্যের শাসক দলের অভিযোগ, আর. জি. কর কাণ্ডের প্রতিবাদে এই নবান্ন অভিযান ঘিরেই অশান্তি – অরাজকতার ছক কষেছে বিরোধীরা। এর জেরে সতর্ক পুলিশও। প্রশাসনের তরফে একাধিক স্টেশনে চলছে তল্লাশি।
‘ছাত্র সমাজ’ -এর ডাকে মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবিতে নবান্ন অভিযান। নির্যাতিতার বিচারের দাবি নিয়ে আন্দোলনকারীরা রওনা দেন। নবান্ন অভিযানে জাতীয় পতাকার সঙ্গে লাঠি কেন? বর্ধমান স্টেশনে প্রশ্ন তুলল পুলিশ। তা নিয়ে ‘ছাত্র সমাজ’ -এর প্রতিনিধিদের সঙ্গে কথা কাটাকাটি হয় পুলিশের।
এদিন সকাল থেকেই বিভিন্ন ট্রেনে নবান্ন অভিযানে শামিল হলেন অনেকেই। পূর্ব বর্ধমানের বিভিন্ন এলাকা থেকে নবান্ন অভিযানে শামিল হতে ট্রেনে করে কলকাতা উদ্দেশ্যে রওনা দেন বহু মানুষ। তারই মধ্যেই নবান্ন অভিযানে যোগ দিতে রওনা দিচ্ছেন ট্রেনযাত্রী থেকে সাধারণ পথচারী।