সোমবার, অক্টোবর 14, 2024
হোমপশ্চিমবঙ্গপূর্ব বর্ধমানজাতীয় স্তরে পূর্ব বর্ধমানের নবকুমার মন্ডলের জয়, রাষ্ট্রপতির হাতে পুরস্কার অর্জন

জাতীয় স্তরে পূর্ব বর্ধমানের নবকুমার মন্ডলের জয়, রাষ্ট্রপতির হাতে পুরস্কার অর্জন

- Advertisement -

নিজস্ব প্রতিনিধি, সোমবার, ২৬ আগস্ট ২০২৪, পূর্ব বর্ধমান: ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু গত ২৩ আগস্ট রাষ্ট্রপতি ভবনের গনতন্ত্র মণ্ডপে অনুষ্ঠিত এক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার – ২০২৪ ‘বিজ্ঞান শ্রী’ প্রদান করেছেন। রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কারের প্রথম সংস্করণে বিজ্ঞানশ্রী, বিজ্ঞান রত্ন, বিজ্ঞান যুব এবং বিজ্ঞান দল – এই চারটি বিভাগে বিশিষ্ট বিজ্ঞানীদের মধ্যে ৩৩টি পুরষ্কার প্রদান করা হয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশিষ্ট অবদান রেখেছেন এমন বিজ্ঞানীদের দেওয়া হয়েছে বিজ্ঞান শ্রী পুরস্কার৷ মোট ১৩ জন বিজ্ঞানীকে নিজ নিজ ক্ষেত্রে তাদের যুগান্তকারী গবেষণার জন্য এই বিজ্ঞান শ্রী পুরস্কার প্রদান করা হয়েছে। এ বছরই প্রথম এই পুরস্কার প্রদান অনুষ্ঠান চালু হয়েছে আর বাংলার বিশিষ্ট বিজ্ঞানী ডঃ নবকুমার মন্ডল এই সম্মানে সম্মানিত হয়েছেন।

- Advertisement -

বর্তমানে তিনি কর্মসূত্রে কলকাতার নিউ টাউনে থাকলেও শেকড় রয়েছে কিন্তু এই মেমারিতেই। ছোটবেলায় দলুই বাজার-১ অঞ্চলের বেলুট গ্রামে অত্যন্ত সাধারণ পরিবারে জন্ম। আর পাঁচটা সাধারণ ছেলের মত শৈশব কেটেছে এই গ্রামের মাঠে – ঘাটে। বেলুট নিম্ন বুনিয়াদি প্রাথমিক স্কুলে পড়াশোনা। স্কুলের গণ্ডি পার করে উচ্চশিক্ষার জন্য বর্ধমান থেকে স্নাতক হয়েছেন।

এরপর কর্মসূত্রে ভারতের বিভিন্ন জায়গায় থাকতে হয়েছে তাকে। তবে তার গ্রামকে ভুলে যাননি তিনি। এখনো ছুটির অবসরে ছুটে আসেন আপন গ্রামে সময় কাটান সাধারণ মানুষের সঙ্গে, পুরনো বন্ধুদের সঙ্গে। তার এই পুরস্কারে তার পরিবারের সদস্যদের সাথে সাথে খুশি গ্রামের মানুষও। বর্তমানে তিনি দিল্লিতেই আছেন। তার ফিরে আসার অপেক্ষায় রয়েছে তার পরিবার থেকে প্রতিবেশীরা।

- Advertisement -
Sk Sahiluddin
Sk Sahiluddinhttps://www.postbardhaman.com
Sk Sahiluddin একজন অভিজ্ঞ সাংবাদিক যিনি বৈশ্বিক দর্শকদের কাছে সঠিক ও প্রভাবশালী সংবাদ উপস্থাপনের জন্য নিবেদিত। পোষ্ট বর্ধমানের সম্পাদক হিসেবে, তিনি সম্পাদকীয় দিকনির্দেশনা গঠনে এবং সর্বোচ্চ সাংবাদিকতার মান বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
আরও পড়ুন
- Advertisment -

জনপ্রিয় খবর