পাপাই সরকার, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ভাতার: হঠাৎ ঘূর্ণিঝড়ে পূর্ব বর্ধমান জেলার ভাতারের কৃষক বাজারে একটি দোকানের উপর রবিবার ভেঙ্গে পরল মস্ত বড় নিমগাছ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক ব্যবসায়ী। নিম্নচাপের জেরে গত দুদিন ধরে ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়েছে ভাতার ব্লক জুড়ে। এরই মধ্যে হঠাৎ করে ঘূর্ণিঝড়ের ফলে ভাতার কৃষক বাজারে থাকা বহু পুরাতন একটি নিম গাছ ভেঙে পড়ল এক সবজি ব্যবসায়ীর দোকানের উপর।
ওই সবজির ব্যবসায়ী দোকানে না থাকায় বড়সড়ো দুর্ঘটনা থেকে বেঁচে যান তিনি, তবে দারুন ক্ষতিগ্রস্ত হয়েছে তার দোকানটি। ভাতার কৃষক বাজারের পক্ষ থেকে তড়িঘড়ি সেই গাছটিকে কেটে সরিয়ে দেওয়া হয়েছে। তবে ওই ব্যবসায়ী জানিয়েছেন, গাছ পড়ে যাওয়ার জন্য তার দোকান দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।